This Article is From Sep 23, 2019

১৮ অক্টোবর পূর্ব রেলের সদর দফতরে বিক্ষোভ যোগ দেবেন, জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী আরও জানান, কয়লাক্ষেত্রে বিলগ্নীকরণের বিরুদ্ধে কোল ইন্ডিয়ার (Coal India) দফতরের বাইরে বিক্ষোভে যোগ দেবেন

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from ANI)

নয়াদিল্লিতে ধরনার অনুমতি চেয়ে আবেদন করার জন্য অন্য সাংসদদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী(ফাইল)

কলকাতা:

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রেলে (Eastern Railway ) বিলগ্নীকরণের অভিযোগ তুলে, ১৮ অক্টোবর বিক্ষোভ মিছিলে যোগ দেবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার একথা জানালেন খোদ তৃণমূলনেত্রী। আইএনটিটিইউসির একটি অনুষ্ঠানে তিনি বলেন, “১৮ অক্টোবর শিয়ালদহ থেকে পূর্ব রেলের সদর দফতর, ফেয়ারলি প্লেস, বিক্ষোভ মিছিলে যোগ দেব”। মুখ্যমন্ত্রী আরও জানান, কয়লাক্ষেত্রে বিলগ্নীকরণের বিরুদ্ধে কোল ইন্ডিয়ার (Coal India) দফতরের বাইরে বিক্ষোভে যোগ দেবেন। তিনি বলেন, “২৭ সেপ্টেম্বর, কয়লাক্ষেত্রে কেন্দ্রের ১০০ শতাংশ বিলগ্নীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে কোল ইন্ডিয়ার দফতরের বাইরে প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস”।

বক্তৃতার মাঝেই, তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সাক্ষাৎ-এর সময় চাওয়ার নির্দেশ দেন তিনি। পরে নয়াদিল্লিতে ধরনার অনুমতি চেয়ে আবেদন করার জন্য অন্য সাংসদদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী।

Advertisement

Advertisement