Read in English
This Article is From Dec 16, 2019

নাগরিকত্ব আইনের বিরোধিতা করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে যাচ্ছে বিজেপি

Citizenship Amendment Act: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ চলছে পশ্চিমবঙ্গেও, রবিবার থেকে লাগাতার এ রাজ্যে চলছে সহিংস বিক্ষোভ আন্দোলন

Advertisement
অল ইন্ডিয়া Edited by

West Bengal: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইন প্রয়োগ করা হবে না (ফাইল চিত্র)

Highlights

  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি
  • নাগরিকত্ব আইন রাজ্যে প্রয়োগ করতে দেওয়া হবে না, এই মন্তব্য করেন মমতা
  • সাংবিধানিক পদে থেকে সংবিধান বিরোধী কথা বলছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ বিজেপির
কলকাতা:

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়েছে বাংলাও। এবার পশ্চিমবঙ্গে হওয়া ওই সহিংস বিক্ষোভ আন্দোলনের বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নামছে বিজেপি (West Bengal BJP)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এ রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের (Citizenship Amendment Act) প্রয়োগ হতে দেবেন না তিনি। মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই মন্তব্যের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হচ্ছে রাজ্যের গেরুয়া বাহিনী। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, "বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিমরা" যেভাবে প্রতিবাদের নামে এ রাজ্যে ভাঙচুর এবং সহিংস আন্দোলন চালাচ্ছেন তাঁর বিরুদ্ধেও পাল্টা প্রচার করবেন তাঁরা। "তৃণমূল কংগ্রেস সমর্থিত, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমরা পশ্চিমবঙ্গে দেশবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে। এই ঘটনা নজিরবিহীন। এর চেয়ে বড় আশ্চর্যের বিষয় হ'ল পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি", বলেন দিলীপ ঘোষ।

সরকার যদি শান্তি ফিরিয়ে আনার জন্য অবিলম্বে পদক্ষেপ না নেয়, "আমরা মানুষের জীবন বাঁচাতে জনগণের সঙ্গে থাকব", বলেন দিলীপ ঘোষ।

হিংসা থামাতে বৈঠকের ডাক রাজ্যপালের

Advertisement

ওই বিজেপি নেতা বলেন: "আমরা আদালতের দ্বারস্থ হব । সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়ে তিনি কীভাবে সংবিধানবিরোধী এমন কথা বলতে পারেন এবং সংসদে পাস হওয়া একটি আইনের বিরোধিতা করতে পারেন?"

"তিনি যদি আইন না মানেন তবে আমরাও আইন মানব না", একথাও বলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

তিনি বলেন, বিজেপি বিভিন্ন জেলায় গিয়ে প্রতিবাদ সভা করবে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আইনটি কার্যকর করার জন্য ধন্যবাদ জানাবে।

"অরাজকতা চলতে থাকলে রাষ্ট্রপতির শাসন চাইব পশ্চিমবঙ্গে": বিজেপির রাহুল সিনহা

Advertisement

"কেন্দ্রকে ধন্যবাদ জানাতে আমরা ২৩ ডিসেম্বর এখানে এক লক্ষেরও বেশি মানুষের সমর্থন সহযোগে একটি বিশাল শোভাযাত্রা বের করব। ২৪ ডিসেম্বর উত্তরবঙ্গে আরও একটি শোভাযাত্রা করা হবে", বলেন তিনি ।

দিলীপ ঘোষ বলেন যে, বিক্ষোভকারীরা যেভাবে স্টেশন, ট্রেন তথা রেলের অন্যান্য সম্পত্তি পুড়িয়ে দিচ্ছে বা নষ্ট করছে সে বিষয়ে রেলমন্ত্রী পীযূষ গোয়ালের সঙ্গে কথা বলেছেন তিনি। "আমরা কেন্দ্রের কাছে এই সব ঘটনার ভিডিও ফুটেজ পাঠিয়েছি। আমি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এবং স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্ম সচিবের সঙ্গেও কথা বলেছি।"

Advertisement

"আমরা সমস্ত রিপোর্ট কেন্দ্রে পাঠাবো এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে", বলেন তিনি। 

Advertisement