ডিসেম্বর মাসের 5 তারিখ তারাপীঠ থেকে রথযাত্রার সূচনা করার কথা বিজেপি সভাপতির।
হাইলাইটস
- রথযাত্রার অনুমতি না পেলে আদালতের দ্বারস্থ হচ্ছে বিজেপি
- এ ব্যাপারে দলের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন বিজেপি নেতারা
- তারাপীঠ থেকে বিজেপি সভাপতির এই রথযাত্রার সূচনা করার কথা
প্রশাসন রথযাত্রার অনুমতি না দিলে আদালতের দ্বারস্থ হওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছে বিজেপি। পরের মাসে রাজ্যের তিনটি জায়গা থেকে তিনটি রথযাত্রা বের করতে চলেছে পদ্ম শিবির। এই তিনটি রথের যাত্রাপথ এমন ভাবে করা হয়েছে যাতে রাজ্যের সমস্ত লোকসভা কেন্দ্রতেই পৌঁছানো যায়। কিন্তু বিজেপির অভিযোগ অনুমতি দিচ্ছে না রাজ্য প্রশাসন। তাই এবার আদালতে মামলা করার কথা ভাবছেন বঙ্গজ বিজেপি নেতারা। দলের আইনজীবীদের সঙ্গে পরামর্শও করছেন তাঁরা। তবে আদালতে যাওয়ার আগে সমস্ত দিক ভাল করে দেখে নিতে চাইছেন নেতারা। এ নিয়ে সোমবার প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
বিজেপির রথযাত্রায় অশান্তি হলে রুখে দাঁড়াবে সিপিএম
তিনি বলেন, ‘প্রশাসন যদি অনুমতি দিতে আরও দেরি করে তাহলে আমাদের আদালতের দ্বারস্থ হতে হবে। এর আগেও কর্মসূচি শেষ করতে আদালত থেকেই অনুমতি নিতে হয়েছে আমাদের। ভিক্টোরিয়া হাউজে বিজেপি সভাপতি অমিত শাহর সভা হোক বা আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা- প্রতিবারই আদালতের দ্বারস্থ হতে হয়েছে আমাদের।' একই ভাবে এ বছরের গোড়ায় যুব সংগঠনের বাইক মিছিল করতেও আদালত থেকেই অনুমতি নিতে হয়েছিল বিজেপিকে। দিলীপের অভিযোগ তৃণমূল বিজেপিকে ভয় পায় বলেই রথযাত্রা আটকে দিচ্ছে। তাঁর কথায় সিপিএম মিছিল করলে সমস্যা হয় না, কিন্তু বিজেপি করলেই হয়। এর থেকেই বোঝা যায় ওরা আমাদের ভয় পায়।
ডিসেম্বর মাসের 5 তারিখ তারাপীঠ থেকে রথযাত্রার সূচনা করার কথা বিজেপি সভাপতির। পরের দুটি রথযাত্রার সূচনা হবে 7 এবং 9 তারিখ।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)