This Article is From Dec 16, 2019

ঘৃণার রাজনীতির সামনে মাথা নত করব না: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী বলেন, এই দেশ সমস্ত সম্প্রদায়ের। মানুষের অধিকার রয়েছে যে কোনও ধর্মকে অনুসরণ করার।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

মুখ্যমন্ত্রী বলেন, মানুষের অধিকার রয়েছে যে কোনও ধর্মকে অনুসরণ করার।

তিনি প্রাণত্যাগ করতে প্রস্তুত। কিন্তু ঘৃণার রাজনীতির সামনে নত হবেন না। সোমবার পার্ক স্ট্রিট অঞ্চলে রাজ্য সরকার আয়োজিত এক ক্রিসমাস কার্নিভালের (Christmas Carnival) উদ্বোধন করতে এসে এমনটাই দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, এই দেশ সমস্ত সম্প্রদায়ের। মানুষের অধিকার রয়েছে যে কোনও ধর্মকে অনুসরণ করার। তিনি বলেন, ‘‘আমি আমার জীবনত্যাগ করতে রাজি আছি, কিন্তু ঘৃণার রাজনীতির সামনে মাথা নত করতে পারব না।'' 

তিনি বলেন, ক্রিসমাস এমন এক উৎসব যা মৈত্রী ও সৌভাতৃত্বের বার্তা দেয়।

‘‘ক্যাব-এনআরসি করতে হলে আমার মৃতদেহের উপর দিয়ে করতে হবে'': মুখ্যমন্ত্রী

Advertisement

এর আগে এদিন সকালে একটি মহামিছিলে যোগ দেন মুখ্যমন্ত্রী। মিছিলটি রেড রোড থেকে শুরু হয়ে জোড়াসাঁকো পর্যন্ত গিয়ে শেষ হয়। তৃণমূল সুপ্রিমো এদিনের মিছিলে জানিয়ে দেন, তাঁর সরকার রাজ্যে এনআরসি ও সিএএ চালু করতে দেবে না। 

এদিনের মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘রাজ্যের বাইরে থেকে আসা কিছু বহিরাগত, যারা সংখ্যালঘুদের সঙ্গে বন্ধুর মতো করে মিশে তাদের হিংসা ছড়াতে উস্কানি দিচ্ছে। এরা বিজেপির অনুগত। এদের ফাঁদে পা দেবেন না।'' তিনি দাবি করেন, রাজ্যে নাগরিকত্ব আইন ও প্রস্তাবিত এনআরসি প্রয়োগ করতে হলে তাঁর মৃতদেহের উপর দিয়ে করতে হবে। 

Advertisement

নাগরিকত্ব আইনের বিরোধিতা করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে যাচ্ছে বিজেপি

মহামিছিলে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়ায় পড়ুয়াদের প্রতি পুলিশের অতিসক্রিয়তার নিন্দা করে তিনি বলেন, এমনটা কখনওই হওয়া উচিত নয়। তিনি এও বলেন উত্তর-পূর্বের যে রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেদিকে আগে খেয়াল করুক, অন্য রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে কথা বলার আগে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement