দীর্ঘ বক্তব্য শেষেও তিনি যা করেন তা সব অর্থেই বেনজির।
মুম্বই: লোকসভায় অনাস্থা প্রস্তাবের ওপর আলোচনার সময় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আলিঙ্গন করেছেন। সেই ছবি এখন ভাইরাল। এবার সেই ছবি সম্বলিত পোস্টার পড়ল মুম্বইয়ের অন্ধেরির রাস্তায়। কংগ্রেস কর্মীদের দেওয়া সেই পোস্টারে হিন্দি ভাষায় লেখা রয়েছে ঘৃণা দিয়ে নয়, আমরা ভালবাসা দিয়ে জয় করব। প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করার ঠিক আগে এমন মন্তব্যই করেছিলেন রাহুল। সেটিই উঠে এল পোস্টারে ।
অনাস্থা প্রস্তাব নিয়ে দীর্ঘ সময় বক্তব্য রাখেন কংগ্রেস সভাপতি । একাধিক প্রসঙ্গ তুলে ধরে বিজেপির তীব্র সমালোচনা করেন তিনি। তোলেন দুর্নীতির অভিযোগ। বলেন বিজেপির শাসনকালে দেশে হিংসা বেড়ে গিয়েছে। এ পর্যন্ত জানাই ছিল কিন্ত দীর্ঘ বক্তব্য শেষেও তিনি যা করেন তা সব অর্থেই বেনজির। নিজের আসন থেকে বেরিয়ে চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে । তাঁকে 'জাদু কি ঝাপ্পি'ও দেন। সেই ছবি নিয়ে চর্চা চলছে স্ব মহলে। এবার পড়ল পোস্টার।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)