সংসদ ভবনে মোদী যখন এই মন্তব্য করছেন তখন পাঁচ রাজ্যের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে
নিউ দিল্লি: শীতকালীন অধিবেশনের প্রথম দিন সাংসদের উদ্দেশে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন আশা করি সাংসদরা নিজেদের বা নিজেদের দলের ভাল না ভেবে মানুষের ভালোর কথা ভাববেন।
সংসদ ভবনে মোদী যখন এই মন্তব্য করছেন তখন পাঁচ রাজ্যের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে । তাতে দেখা যাচ্ছে কিছুটা হলেও পিছিয়ে আছে বিজেপি।
সংসদের এই অধিবেশনে বিরোধীদের ঐক্যবদ্ধ চেহারা দেখা যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। আরবিআইয়ের গভর্নরের ইস্তফা বা সিবিআইয়ের মধ্যে গোলমালের মতো বিষয়কে কেন্দ্র করে সরকারকে চেপে ধরতে পারে বিরোধীরা।
সংসদের এই অধিবেশনে বিরোধীদের ঐক্যবদ্ধ চেহারা দেখা যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। আরবিআইয়ের গভর্নরের ইস্তফা বা সিবিআইয়ের মধ্যে গোলমালের মতো বিষয়কে কেন্দ্র করে সরকারকে চেপে ধরতে পারে বিরোধীরা। বিরোধীদের পাশাপাশি রামমন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্স আনতে চাপ দিতে পারে এনডিএ শরিক শিবসেনাও।
এর আগে সোমবারের সর্বদলীয় বৈঠকেও প্রধানমন্ত্রী বলেন, জাতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এমন বিষয় নিয়ে সরকার আলোচনায় রাজি।