তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন অটলবিহারী বাজপেয়ী।
নিউ দিল্লি: গতরাত থেকেই ক্রমশ অবনতি ঘটেছে অটলবিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থার। যতই তাঁর শরীরের অবনতির খবর বাইরে এসেছে, তত দ্রুত সাধারণ মানুষ থেকে দিল্লির শীর্ষ নেতারা পৌঁছে গিয়েছেন এইমসে। শুধু তাই নয়। তাঁর আরোগ্যকামনা করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করেছেন দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন নেতারা। 93 বছর বয়সী এই বর্ষীয়ান বিজেপি নেতা তথা ভারতের দশম প্রধানমন্ত্রী গত 11 জুন থেকে কিডনিতে সংক্রমণ, বুকে ব্যথা এবং মুত্রাশয়ে সমস্যার কারণে এইমসে ভর্তি রয়েছেন। গতকাল রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটলবিহারী বাজপেয়ীকে দেখতে এইমসে যান। সেখানে তিনি পঞ্চাশ মিনিটের বেশি সময় ধরে ছিলেন।
দীর্ঘ ন’সপ্তাহ ধরে হাসপাতালে থাকাকালীন অটলবিহারী বাজপেয়ীকে দেখতে এসেছিলেন দেশের আরও বহু শীর্ষ নেতা। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- পীযুষ গোয়েল, মীনাক্ষি লেখি এবং সুরেশ প্রভু।
হাসপাতাল কর্তৃপক্ষ থেকে বুলেটিন প্রকাশ করে তাঁর শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর পর থেকেই টুইটার জুড়ে তাঁর আরোগ্যকামনা করে শুভানুধ্যায়ীদেঈ বার্তার ঢল নেমে যায়।