Aadhaar Card: এ পর্যন্ত এক বিলিয়ন ভারতীয় আধার কার্ড তৈরি করেছেন
হাইলাইটস
- 27 টি আবেদনের শুনানির পর রায়
- মে মাস থেকে রায় স্থগিত রেখেছে আদালত
- মোট 38 দিন ধরে হয়েছে শুনানি
নিউ দিল্লি:
যুগান্তকারী রায় দিয়ে দেশের শীর্ষ আদালত আজ জানিয়ে দিল যে, আধার কার্ড (Aadhaar Verdict) সংবিধান অনুসারে বৈধ। দেশের প্রান্তবর্তী মানুষকে আধার কার্ড (Aadhaar Number) নিজস্ব পরিচয় গঠনে সাহায্য করবে এবং সমাজে সামগ্রিকভাবে তাদের সম্মানেরও অগ্রগতি হবে বলেও জানাল সুপ্রিম কোর্ট।
আধার কার্ড সম্বন্ধে 10টি তথ্যঃ
স্কুলে ভর্তির ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নয়। জানাল সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টএর পাঁচ বিচারপতির বেঞ্চ আজ রায় দিয়ে জানাল, বেসরকারি সংস্থা, ব্যাঙ্ক বা ফোন কোম্পানিগুলি তাদের গ্রাহকের কাছে আধার লিঙ্ক চাইতে পারবে না।
"দেশের প্রান্তবর্তী মানুষদের সম্মান দিয়েছে আধার কার্ড", 27 জন পিটিশনারের করা মামলার ভিত্তিতে আজ রায় দেওয়ার সময় এই কথা বলল শীর্ষ আদালত।
আধার কার্ডের জন্য 'খুব খুব অল্প তথ্য' সংগ্রহ করা হয়েছে বলে জানিয়ে আদালত বলল, যে যে নথিপত্রগুলিকে এতদিন আধারের জন্য প্রয়োজন পড়ত, সেগুলিও ব্যক্তিগত পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে।
মামলাকারীদের বক্তব্য , আধার গঠন করা হয়েছে বায়োমেট্রিক পদ্ধতির ভিত্তিতে। বুড়ো আঙুলের ছাপ ও আইরিশ স্ক্যানের মাধ্যমে। যা কখনওই বাধ্যতামূলক হতে পারে না।
আধার কার্ডের যে বিশাল তথ্যপঞ্জি রয়েছে, তা নিয়ে পুনরায় ভাবনাচিন্তা করা যায় বলে জানিয়েছিলেন মামলাকারীরা।
আধার কার্ডের পক্ষে কেন্দ্রীয় সরকার বরাবরই তাদের বক্তব্য স্পষ্টভাবে প্রকাশ করেছে। তারা জানিয়েছে, আধার কার্ডের তথ্য সম্পূর্ণ সুরক্ষিত এবং তা কোনওভাবেই বিকৃত করা বা লোপাট করা হবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আধার কার্ডের স্বপক্ষে কথা বলেছেন একাধিকবার।
জানুয়ারি মাসে এই মামলাটি শুরু হয়। 38 দিন ধরে শুনানি চলে তার।
গত বছর শীর্ষ আদালত জানিয়েছিল, ‘তথ্যের অধিকার যে কোনও মানুষেরই ব্যক্তিগত স্বাধীনতারই অংশ’।
Post a comment