কলকাতা: ২৪ সপ্তাহের ভ্রূণটি অবস্থা ভালো নয়, তাই সেটিকে নষ্ট করার সিদ্ধান্ত নিয়ে এক ৩২ বছরের মহিলা শরণাপন্ন হলেন কলকাতা হাইকোর্টের। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সামনে পিটিশন দাখিল করে ওই মহিলার আইনজীবী অমিতাভ ঘোষ তাঁর মক্কেলের গর্ভপাতের আবেদন করেন। গর্ভধারণ আইন ১৯৭১ অনুযায়ী, কোন ভ্রূণের বয়স যদি ২০ সপ্তাহের বেশি হয়, সেক্ষেত্রে সেই ভ্রূণটি নষ্ট করতে হলে আদালতের কাছে আবেদন করতে হবে।
সংরক্ষণের নতুন বিলটিকে চ্যালেঞ্জ করে পিটিশন দাখিল সুপ্রিম কোর্টে
আদালতের পক্ষ থেকে এই বিষয়টির সরেজমিনে তদন্তের জন্য একটি মেডিক্যাল কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি তদন্ত করে সিদ্ধান্ত নেবে যে, এই ভ্রূণটি নষ্ট করার অনুমতি দেওয়া হবে কি না।
ফিরে আসার দু'দিনের মধ্যেই ফের সিবিআই অধিকর্তার পদ থেকে সরে গেলেন অলোক বর্মা
ওই মহিলার আইনজীবী জানান, গত ২৬ ডিসেম্বর যে চিকিৎসকের আওতায় চিকিৎসাধীন ওই মহিলা, তিনি অবিলম্বে গর্ভপাতের নির্দেশ দিয়েছেন।
দেখুন ভিডিও:
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)