This Article is From Mar 08, 2020

Woman Day 2020: নারীশক্তিকে কুর্নিশ ঋতুর, 'পণ্য নয় নারী' সোচ্চার সাংসদ মিমি

লিঙ্গ বেদ ঘুচে যেকোনও পেশার আগে বন্ধ হোক লেখা ‘মহিলা’ শব্দটি। সেই আন্তরিক আর্জি টালিগঞ্জ তারকাদের সোশ্যালেও।

Advertisement
বিনোদন

নারী কথায় ঋতুপর্ণা সেনগুপ্ত

Highlights

  • নারী কথায় বাংলার তারকারা
  • নারীদের কুর্নিশ জানান ঋতুপর্ণা সেনগুপ্ত
  • নারী পণ্য নয়, সোচ্চার সাংসদ মিমি চক্রবর্তী
কলকাতা:

বছরের ৩৬৪ দিন পুরুষের শুধু ৮ মার্চ নারীর? এই তর্ক আজ থাক। বরং, দিনের দিনেই না হোক আরও একবার নতুন করে উদযাপিত হোক নারীত্ব (Woman Day 2020)। ছড়িয়ে পড়ুক নারীর আশা-আকাঙ্খা-স্বপ্ন কাহিনি, আজকের দিনে। সমাজ সচেতন হোক নারীদের নিয়ে। বন্ধ হোক কন্যাভ্রূণ হত্যা। মাঝরাতেও প্রয়োজনে কিংবা অপ্রয়োজনেও রাস্তায় পা ফেলুক নারী নির্ভয়ে। রান্নাঘর, আঁতুড়ঘরের পাশাপাশি অনর্গল হোক দুনিয়াতেও। ভোগ থেকে যোগেও উত্তরণ ঘটুক মেয়েদের। লিঙ্গভেদ ঘুচে সব পেশার আগে বন্ধ হোক লেখা ‘মহিলা' শব্দটি। সেই আন্তরিক আর্জি টালিগঞ্জ তারকাদের সোশ্যালেও। কারণ, তাঁরা মনে করেন তারকা পরে, তাঁরা আগে মেয়ে। এবং তাঁরা নারী-জন্মের জন্য গর্বিত। ভিডিও বার্তায় সেই কথাই জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), রাইমা সেন (Raima Sen), মিমি চক্রবর্তী (MP Mimi Chakraborty)----

  .  

নিজের অভিনীত ছবির কোলাজ দিয়ে ঋতুপর্ণা সমস্ত মেয়েদের জানান নারী দিবসের আন্তরিক শুভেচ্ছা। বলেন, নারী মানেই শক্তি, সুখ, সমৃদ্ধির প্রতীক। নারী মানেই অনেক অনেক ভালোবাসা, স্নেহ মমতা। তাই আজকের দিনে কুর্নিশ সমস্ত নারী জাতিকে।

Advertisement

কখনও কাজে, কখনও সাজে, কখনও নিজের সাধে-আহ্লাদে নারীত্ব উপভোগ করলেন সেন পরিবারের সেনসেশন রাইমা সেন। সোমনাথ রায়ের ক্যামেরায় নারী দিবসে নারীত্বের গরবে গরবিনী রাইমা সবাইকে জানালেন শুভেচ্ছা। 

'আজকের দিন মনে করায়, আমরা নারী চাইলেই আমরা স-ব পারি। ঘরে-বাইরে, ঝড়-ঝাপটায়, যেকোনও কঠিন পরীক্ষায় নারী সসম্মানে উত্তীর্ণ। যুগ যুগ ধরে এটা প্রমাণ করেছে নারী। যেদিন থেকে এটা বিশ্বাস করবে আন্তরিক ভাবে সেদিনই নারীশক্তির প্রকৃত জয়। গায়ের রং নয়, উচ্চতা নয়, শরীরের মাপজোকও নয়--- নারীত্বের মাপকাঠি তার কাজ। কারণ, নারী পণ্য নয়'---- এভাবেই সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী সাহস জোগালেন সমস্ত নারী জাতিকে। 

Advertisement
Advertisement