This Article is From Aug 02, 2018

দ্বিতীয় স্ত্রী'র সঙ্গে থাকার জন্য যৌনাঙ্গ কেটে নিলেন প্রথম স্ত্রী

মুজাফফরনগরের মিমলানাতে ঘটনাটি ঘটে গতকাল। পুলিশ জানায়, আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দ্বিতীয় স্ত্রী'র সঙ্গে থাকার জন্য যৌনাঙ্গ কেটে নিলেন প্রথম স্ত্রী

তাঁকে অবহেলা করার জন্য স্বামীর যৌনাঙ্গ কেটে নিলেন উত্তরপ্রদেশের এক মহিলা।

মুজাফফরনগর:

প্রথম স্ত্রী’কে ছেড়ে দ্বিতীয় স্ত্রী’র কাছে থাকতেন এক ব্যক্তি। যা, প্রথম স্ত্রী সহ্য করতে পারতেন না। তার ফলেই ঘটল এক নারকীয় ঘটনা। উত্তরপ্রদেশের এই ঘটনাটি চমকে দিল সবাইকেই। তিনি অবহেলা করতেন তাঁর স্ত্রীকে। শুধু তাই নয়। তিনি থাকতেনও অন্য এক মহিলার সঙ্গে। তার শাস্তিস্বরূপ তাঁর স্ত্রী যৌনাঙ্গটিই কেটে নিলেন তাঁর। মুজাফফরনগরের মিমলানাতে ঘটনাটি ঘটে গতকাল। পুলিশ জানায়, আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“নিজের প্রথম স্ত্রী’র কাছ থেকে সম্মতি নিয়েই দ্বিতীয় বিয়েটি করেছিলেন ওই ব্যক্তি। প্রথম স্ত্রী’র সঙ্গে বৈবাহিক জীবনটিতে কোনও সন্তান হয়নি বলেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। দ্বিতীয় স্ত্রী কয়েকদিন আগেই এক সন্তানের জন্ম দেন”, কোতয়ালি থানার স্টেশন হাউজ অফিসার অনিল কাপেরোয়ান এই কথা বলেন সংবাদসংস্থা পিটিআইকে।

ওই ব্যক্তি কয়েকদিন ধরেই দ্বিতীয় স্ত্রী’র সঙ্গে ছিলেন। যা, তাঁর প্রথম স্ত্রী সহ্য করতে পারেননি। তার ফলেই এই চরম পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেন তিনি। জানান ওই পুলিশ অফিসার।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.