হাইলাইটস
- চিকিৎসকের অস্ত্রোপচারে সুস্থ চার জমজ সদ্যোজাত
- ২ ফেব্রুয়ারি এইমস-এ ভর্তি হয়েছিলেন গর্ভবতী
- ভালো আছেন মা আর তাঁর চার সন্তান
হৃষিকেশ: অবাক করা ঘটনা আজও ঘটে। বিজ্ঞানের কল্যাণে আজও মির্যাকল ঘটে যখনতখন। যেমন ঘটল হৃষিকেশে (Rishikesh)। ওখানকার এইমসে (AIIMS) একসঙ্গে চার জমজ সন্তানের জন্ম দিলেন এক মহিলা। খবর প্রকাশ্যে আসতেই সোশ্যালে ভাইরাল সেই ঘটনা। হাসপাতাল সূত্রে খবর জটিল অস্ত্রোপচারের পর পৃথিবীর আলো দেখল মায়ের চার সন্তান।চিকিৎসকদের সেবার সুস্থ আছেন মা ও তাঁর বাচ্চারা।
Watch Video: হাতি-মানুষে ওভার টেক! অল্পের জন্য রক্ষা পেলেন বাইক আরোহী
উত্তর কাশীর বাসিন্দা এই মহিলা ২ ফেব্রুয়ারি ভর্তি হয়েছিলেন এইমসে। শনিবার একসঙ্গে চার সন্তানের মা হন তিনি। হাসপাতাল প্রধান রবিকান্ত জানান, ভর্তির পর থেকেই বিশেষ মেডিকেল টিমের তত্ত্বাবধানে ছিলেন ওই মহিলা। যাতে প্রসবের সময় কোনও সমস্যা না হয়। সুস্থ থাকেন তিনি এবং তাঁর সন্তানেরা। পরে নিজেদের মধ্যএ আলোচনা করে কোনও ঝুঁকি না নিয়ে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ সময় ধরে অপারেশনের পর পৃথিবীর আলো দেখে চার বাচ্চাই। তাদের সুস্থ শরীরে জন্ম দিতে পেরে তৃপ্ত মেডিকেল টিম।
চার সুস্থ সন্তানকে কোলে পেয়ে ভীষণ খুশি মা। জানিয়েছেন, যেন রামায়ণের পুরনাবৃত্তি হল তাঁর কোলে। আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি এইমস কর্তৃপক্ষকে।
Viral Video: গণ্ডার-ছাগল ছানায় দারুণ দোস্তি! দেখুন, কেমন খেলছে....
VIDEO : মাথা জোড়া জমজ সুস্থ অস্ত্রোপচারে