এই তিন ব্যক্তি লাগাতার এই ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করত
ভবনগর: দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্ষণের খবরে কেঁপে উঠেছে দেশ। ৯ মাসের শিশু থেকে বৃদ্ধা, এই লালসার হাত থেকে রেহাই পাচ্ছে না কেউই। তেলেঙ্গানা থেকে উন্নাও -এর ঘটনা নিয়ে জ্বলে উঠেছে দেশের সাধারণ মানুষ, ঠিক এমনই সময়ে সামনে এলো আর এক মর্মান্তিক ও দুঃখজনক ধর্ষণের ঘটনা। ১২ বছরের এক কিশোরী-কে গত এক বছর ধরে সহ্য করতে হচ্ছে এই মর্মান্তিক বেদনা। তাও আবার এই ঘটনার সঙ্গে যুক্ত তার মা! তিন ব্যক্তিকে নাকি রীতিমতো ধর্ষণ করতে সাহায্য করে গেছে ১২ বছরের এই নাবালিকার মা, এমনি অভিযোগ করেছে তার বাবা৷ শেষ পর্যন্ত, শনিবার স্ত্রী ও ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন পীড়িতার বাবা ৷
ধর্ষণে গর্ভবতী ১৪ বছরের নাবালিকা
এই ঘটনার জেরে গুজরাটের ভবনগর থেকে অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ''পীড়িতার বাবা গত শনিবার স্ত্রী ও ওই তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি জানিয়েছে, এই তিন ব্যক্তি লাগাতার এই ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করত। তিনি আরও বলেন, কিছু ঘটার আগে তাকে এমন কিছু খাইয়ে দেওয়া হোতো, যাতে করে সে ঘর থেকে বেরিয়ে যেতে বাধ্য হোতো। সে বেরিয়ে যাওয়ার পরেই অভিযুক্তরা তাকে ধর্ষণ করত।''
এক বছরে ৮৬ টি ধর্ষণ! ১৮৫ টি যৌন হেনস্থা! ধর্ষণের রাজধানী হয়ে উঠল ভারতের এই শহর
রবিবার পুলিশ এই ঘটনার সঙ্গে যুক্ত ৩ জনকে গ্রেফতার করেছে ৷ ধৃত ৩ জন হল, শান্তি ধনধুকিয়া (৪৬), বাবুভাই সারতানপারা (৪৩) এবং চন্দ্রেশ সারতানপারা (৩২) ৷