This Article is From Jul 14, 2019

ছেলেধরা সন্দেহে মহিলাকে প্রহার পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে

ঘটনাটি ঘটেছে মাঝের দাবির চা বাগানে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভিড়ের হাত থেকে মহিলা এবং বাচ্চাদের বাঁচানোর সময় এই ঘটনা ঘটে

Advertisement
অল ইন্ডিয়া

জলপাইগুড়িতে ছেলেধরা সন্দেহে মারা হল এক মহিলাকে (প্রতীকাত্মক ছবি)

কলকাতা:

চা বাগানের (tea estate) কর্মীদের হাতে শনিবার নির্যাতিত হল এক মহিলা, অভিযোগ সে নাকি ছেলেধরা (child lifter)। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে (Jalpaiguri)। এই ঘটনার জেরে, আলিপুর দুয়ারে (Alipurduar) পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে ঝামেলার জেরে আহত হয় দুটি বাচ্চা। ঘটনাটি ঘটেছে মাঝের দাবির চা বাগানে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ভিড়ের হাত থেকে মহিলা এবং বাচ্চাদের বাঁচানোর সময় এই ঘটনা ঘটে।  

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই এলাকায় বাচ্চাদের নিয়ে মহিলাকে সন্দেহ জনক ভাবে ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা, যার ফলে তাকে ছেলে ধরা সন্দেহে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে চা বাগানের কর্মীরা।এই ঘটনাটি জানা গেছে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে।  

আলিপুরদুয়ারের পুলিশ স্টেশন থেকে জানানো হয়েছে, ''এই ভিড় সামলানোর জন্য প্রথমে আমাদের লাঠিচার্জ করতে হয়।তারপর আট রাউন্ড গুলি ও কাঁদানে গ্যাসের প্রয়োগ করা হয়।''  

Advertisement

এই মহিলা ও বাচ্চা দুটিকে চিকিৎসার জন্য আলিপুর দুয়ার জেলা হাসপাতালে ভর্তি করা হয়।তাদের অবস্থা আগের থেকে অনেকটাই ভালো। পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে, ''সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার জন্য পুলিশের পক্ষ থেকে যথাপোযুক্ত অনুসন্ধান চালানো হবে।''  

Advertisement