বাসটি বারাণসী থেকে লখনঊ যাচ্ছিল।
হাইলাইটস
- বারাণসীতে বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে
- ঘটনায় কেউ আহত না হলেও বাসটি পুড়ে ছাই হয়ে গিয়েছে
- আলাদা রাজ্য গঠনের দাবিতে আন্দোলন করছেন বন্দনা নামে ওই মহিলা
বারাণসী: প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সঙ্গে দেখা করতে না পেরে বাসে আগুন লাগিয়ে দিলেন মহিলা (Woman torches bus) ! বারাণসীতে বুধবার সকালে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় কেউ আহত না হলেও বাসটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। গ্রেফতার করা হয়েছে ওই মহিলাকে। পুলিশ জানিয়েছে ওই মহিলার নাম বন্দনা রঘুবংশি। উত্তর প্রদেশের পূর্বাঞ্চলকে নিয়ে আলাদা রাজ্য গঠনের দাবিতে আন্দোলন চালাচ্ছেন তিনি। এর আগে গত অগাস্ট মাসে আমরণ অনশনেও বসেন তিনি। বেশ কয়েকদিন বাদে জোর করে তাঁর অনশন ভাঙায় প্রশাসন। কিন্তু তারপরও তিনি যে নিজের দাবি থেকে সরে আসেননি এদিন তা ফের প্রমাণ করলেন বন্দনা।
জানা গিয়েছে, উত্তরপ্রদেশ স্টেট রোডওয়েজ ট্রান্সপোর্ট কর্পোরেশনের ওই ভলভো বাসটি বারাণসী থেকে লখনঊ যাচ্ছিল। সে সময় বারাণসীর কান্টনমেন্ট স্টেশনে বাসের গায়ে পেট্রল ঢেলে আগুন দিইয়ে দেন বন্দনা। তবে আগুন বড় আকার ধারন করার আগে সমস্ত যাত্রী বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। ততক্ষণে বাসটির পুড়ে গিয়েছে। দমকল কর্মীদের প্রায় একঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। নিজের জন্মদিন উপলক্ষ্যে বারাণসীতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত লোকসভা নির্বাচনে ভদোদরার সঙ্গে বারাণসী থেকেও লড়াই করেছিলেন মোদী।