தமிழில் படிக்க Read in English
This Article is From Nov 21, 2018

ভাইরাল ভিডিওতে দেখা গেল নির্ধারিত সময়ের পরে পৌঁছে বিমানের পিছনে দৌড়তে শুরু করলেন মহিলা

বিমান ছাড়ার মাত্র ১০ মিনিট আগে তিনি উপস্থিত হয়ে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বোর্ডিং গেট দিয়ে সোজা ভিতরে  চলে যান।

Advertisement
অফবিট

দুই নিরাপত্তাকর্মী ওই মহিলাকে ধরে ফেলেন।

আচমকা কোনও বিশেষ কারণ বশত এক মহিলা নিজের ফ্লাইট ধরতে কিছুটা দেরিতে বিমানবন্দরে পৌঁছন এবং তাঁর প্লেনটা গন্তব্যে রওয়ানা দেওয়ার পর তিনি পরের প্লেনের অপেক্ষা না করে প্লেনের পিছনে ছুটতে শুরু করেন। চ্যানেল নিউজ এশিয়ার রিপোর্ট অনুসারে হানা নামক ওই মহিলা বালির নঙ্গুরা রাই বিমানবন্দরে রবিবার সকালে নিজের বিমান ধরার সময় নির্ধারিত সময়ের কিছুটা পরে এসে উপস্থিত হন।  তাঁর বালি থেকে জাকার্তা যাওয়ার জন্য সিটিলিঙ্কের বিমান ধরার কথা ছিল কিন্তু তিনি ঠিক সময়ে এসে উপস্থিত হতে পারেননি।

বিমানবন্দরের তরফে জানানো হয় ওই মহিলাকে তিনবার ডাকার পরেও তিনি ঠিক সময়ে বিমানবন্দরের বোর্ডিং গেটে যথা সময়ে উপস্থিত হতে পারেননি।

দীপিকাকে ভুলে যান, দেখুন মিষ্টি বরফ বউকে

Advertisement

বিমান ছাড়ার মাত্র ১০ মিনিট আগে তিনি উপস্থিত হয়ে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বোর্ডিং গেট দিয়ে সোজা ভিতরে  চলে যান।

সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ওই মহিলা প্লেনের পিছনে দৌড়ে যাচ্ছেন। তিনি দৌড়াতে শুরু করলে তিনজন বিমানকর্মী তাঁকে ধরে রাখার চেষ্টা শুরু করে।

Advertisement

নিচে দেখুন সেই ভিডিওঃ

বিমানবন্দরের এক কর্মী চ্যানেল নিউজ এশিয়াকে ঘটনার বর্ণনা করেন। “সকাল ৭.১০ মিনিট নাগাদ ওই মহিলা বোর্ডিং গেট ভেদ করে বিমান ধরার জন্য দৌড়তে শুরু করেন। জাকার্তাগামী বিমানটির ছেড়ে যাওয়ার কথা ছিল ৭.২০ মিনিটে।  সিটিলিঙ্কের এক কর্মী ও বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মী শেষে তাঁকে আটকান। প্লেনটা তার মধ্যেই নড়তে শুরু করে দিয়েছিল, ফলে ওই যাত্রী মাটিতে পড়ে যান”, জানান ওই বিমানকর্মী।

সাহস থাকলে তবেই হাজার ফুট উঁচু থেকে ব্যাংকক দেখতে কাঁচের এই স্কাইওয়াকে হাঁটবেন আপনি

Advertisement

দ্য স্ট্রেইট টাইমসের রিপোর্টে পরে জানা গিয়েছে জাকার্তা গামী অন্য একটা বিমানে পরে ওই মহিলাকে জাকার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও অফবিট খবর পড়ুন এখানে

Advertisement