Bijnor: পুলিশ বলছে তারা এখনও মহিলাকে শনাক্ত করার চেষ্টা করছে
হাইলাইটস
- এক মহিলার দগ্ধ দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল উত্তরপ্রদেশের বিজনৌরে
- মহিলার দেহটি খাটে বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছিল
- ঘটনার তদন্ত করছে পুলিশ, উড়িয়ে দিচ্ছে না যৌন হেনস্থার সম্ভাবনাও
লখনউ: পশ্চিম উত্তরপ্রদেশের বিজনৌর (Bijnor) জেলার একটি গ্রামে মিলল এক মহিলার লাশ। দগ্ধ অবস্থায় (Woman's Burnt Body) তাঁর দেহটি একটি খাটের সঙ্গে বাঁধা ছিল, বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে তিনটি খালি কার্তুজও উদ্ধার করা হয়েছে, যার ফলে ওই মহিলাকে গুলিও করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় গ্রামের সীমান্তে একটি টিউবওয়েলের কাছে প্রথমে ওই মহিলার দেহটি পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা, তাঁরাই পুলিশকে খবর দেন। গ্রামবাসীদের অনুমান মহিলাকে যৌন হেনস্থা (Sexual Assault) করে মেরে ফেলা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে যে তাঁরা এখনও মহিলাকে শনাক্ত করতে পারেনি, তবে তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
Molestation Case: কিশোরীর শ্লীলতাহানি মামলায় জামিনে মুক্তি পেয়ে তাঁর মাকে পিটিয়ে মারল অভিযুক্তরা
ঊর্ধ্বতন পুলিশ আধিকারিক লক্ষ্মী নিবাস মিশ্র বলেছেন, "আমরা মহিলার পরিচয় শনাক্ত করতে তাঁর ডিএনএ নমুনা সংগ্রহ করেছি।"
Nirbhaya case: ১ ফেব্রুয়ারি ভোর ৬ টায় ফাঁসি নির্ভয়া গণধর্ষণ মামলার ৪ আসামির
তবে মহিলাকে যৌন নির্যাতন করে তারপর মেরে ফেলা হয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না উত্তরপ্রদেশ পুলিশ।
পুলিশ জানিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ওই মহিলার দেহ শনাক্ত করা হবে এবং দোষীদের গ্রেফতার করার চেষ্টা করা হবে