This Article is From Jan 19, 2019

বাসের জানলা থেকে মুখ বাড়াতেই ছিন্নভিন্ন মহিলার মুণ্ড

এত জোরে ধাক্কাটা লাগে যে মহিলার মাথাটি ধর থেকে আলাদা হয়ে রাস্তায় পড়ে যায় বলে পিটিআই-কে ফোনে জানিয়েছেন কোতওয়ালি পুলিশ স্টেশনের ইন্সপেক্টর অরবিন্দ কুজুর।

বাসের জানলা থেকে মুখ বাড়াতেই ছিন্নভিন্ন মহিলার মুণ্ড

ময়না তদন্তের পরে পরিবারের হাতে দেহটি তুলে দেওয়া হয়

হাইলাইটস

  • লাইটপোস্টে ধাক্কা খেয়ে থেঁতলে গেল ৫৬ বছরের এক মহিলার মাথা
  • শুক্রবার মধ্যপ্রদেশে ঘটনাটি ঘটেছে
  • বাসচালককে গ্রেফতার করা হয়েছে
পান্না:

বেপরোয়া ভাবে চলছিল বাসটি। তাই বাসে বসে গা-গুলিয়ে উঠেছিল। বমি করার জন্য মুখটা জানলা দিয়ে বার করেছিলেন তিনি। আর তারপরেই একের পর এক লাইটপোস্টে ধাক্কা খেয়ে থেঁতলে গেল ৫৬ বছরের এক মহিলার মাথা। পুলিশ জানিয়েছে, শুক্রবার মধ্যপ্রদেশে ঘটনাটি ঘটেছে।

উত্তরপ্রদেশের নতুন রাজনৈতিক সমীকরণের ঝলক দেখা যাবে ব্রিগেডে

পুলিশ জানিয়েছে, ডায়মন্ড ক্রসিংয়ের কাছে দুর্ঘটনার পরে মহিলার দেহটি উদ্ধার করা হয়। তিনি এ দিন সতনা থেকে পাটনা যাচ্ছিলেন। আশা রাণি বাসের জানলা থেকে ঝুঁকে পড়ে বমি করছিলেন, তখনই তার মাথা সজোরে লাইটপোস্টে ঠুকে যায়। এত জোরে ধাক্কাটা লাগে যে মহিলার মাথাটি ধর থেকে আলাদা হয়ে রাস্তায় পড়ে যায় বলে পিটিআই-কে ফোনে জানিয়েছেন কোতওয়ালি পুলিশ স্টেশনের ইন্সপেক্টর অরবিন্দ কুজুর।

“সমীকরণের ব্রিগেড”! তৃণমূলের মঞ্চে কারা, দেখে নিন

মিস্টাক কুজুর বলেন, ‘‘বেপরোয়া বাস চালানোর অভিযোগে বাসচালককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।''

ময়না তদন্তের পরে দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতা কাছেই ছাতাপুরে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর দেখুন এখানে

.