This Article is From Aug 14, 2018

সমুদ্রঘোড়ায় চেপে জলবিহার! আটকা পড়া অবস্থায় কীভাবে বাঁচলেন মহিলারা দেখুন মজার ভিডিও

'ইউনিকর্নদেরও তাহলে সাহায্য লাগে মাঝে মাঝে' মজা করেছেন এক ট্যুইটকারী

সমুদ্রঘোড়ায় চেপে জলবিহার! আটকা পড়া অবস্থায় কীভাবে বাঁচলেন মহিলারা দেখুন মজার ভিডিও

জলের মধ্যে আগাছায় আটকে ছিলেন বোটের চার যাত্রী

মিনাসোটা:

পানাপুকুরে আটকা পড়লে পুলিশ এসে বাঁচিয়েছে এমনটা দেখেছেন কেউ? না দেখলে এবার দেখবেন।

সমুদ্রঘোড়ায় চেপে ঘুরতে বেরিয়েছিলেন মহিলারা। কিন্তু জলের মাঝে হঠাতই আটকা পড়েন তাঁরা। না, এ সমুদ্র ঘোড়াও রূপকথার নয় আর এই জলযাত্রাও সমুদ্রভ্রমণ নয়। অ্যামিউজমেন্ট পার্কে যেমন মজার রাইড থাকে এ তেমনই এক রাইড। সমুদ্রঘোড়ার আকারের একটি বোটে চেপে মজা করছিলেন একদল মহিলা। কিন্তু ওই জলের জমা পানা ঠেলে কিছুতেই তীরে এসে পৌঁছাতে পারছিলেন না তাঁরা। ঘণ্টার পর ঘণ্টা ঠায় বসে থাকার পর পুলিশ এসে উদ্ধার করে তাঁদের।

মিনেসোটোতে শনিবার ঘটেছে এই মজার ঘটনাটি। মিনেসোটার শিকাগো কাউন্টির পুলিশ কর্মীরা এসে দড়ি ছুঁড়ে তারপর টেনে পাড়ে নিয়ে আসেন ওই দলটিকে। শিকাগো কাউন্টির শেরিফ অফিসের মতে, চারজন মহিলা আটকা পড়েছিলেন ওই বোটে। উদ্ধার হওয়ার পর পুলিশ কর্মীদের ধন্যবাদও জানিয়েছেন তাঁরা।

হাস্যকর এই ভিডিওটি শেয়ার করার সময় মজা করতে ছাড়েননি পুলিশ অফিসারেরাও। "ঘটনাটি যে মজার তাতে সন্দেহই নেই। শেষমেশ দড়ি দিয়ে টেনে ডকের কাছে টেনে আনা হয় ওই মহিলাদের”- ভিডিওতে ক্যাপশনে লিখেছেন পুলিশ আধিকারিকেরা।

নীচের ভিডিওটি দেখুন:

11 আগস্ট অনলাইনে শেয়ার হওয়ার পর থেকেই প্রায় 5000 'লাইক’ পড়েছে ভিডিওটিতে। মজাদার সব কমেন্টেও ভরে গেছে পোস্টটি।

সম্প্রতি আরেকটি মজার ঘটনা ঘটেছিল জার্মানিতেও। কাঠবেড়ালির বাচ্চা এক ব্যাক্তিকে তাড়া করায় শেষমেশ কার্লস্রুয়ের পুলিশ ডেকে উদ্ধার করতে হয় তাঁকে।

Click for more trending news


.