This Article is From Jan 22, 2019

হলদিয়া বন্দরে ধর্মঘট করেছেন শ্রমিকদের একাংশ, আর্থিক ক্ষতির আশঙ্কা

হলদিয়া বন্দরে ধর্মঘট করেছেন শ্রমিকদের একাংশ। আর তার জেরে আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা গিয়েছে।

হলদিয়া বন্দরে ধর্মঘট করেছেন শ্রমিকদের একাংশ, আর্থিক ক্ষতির আশঙ্কা

এর আগে একাধিক বার ধর্মঘটের মতো ঘটনা ঘটেছে হলদিয়া  বন্দরে।

হাইলাইটস

  • হলদিয়া বন্দরে ধর্মঘট করেছেন শ্রমিকদের একাংশ
  • কয়েকটি কারণে রবিবার থেকে হলদিয়া বন্দরে ধর্মঘট করছেন প্রায় ষাট জন শ্রমিক
  • হলদিয়া বন্দরকে নিয়ে বাংলাদেশকে বিশেষ প্রস্তাব দিয়েছে ভারত
কলকাতা:

হলদিয়া বন্দরে ধর্মঘট করেছেন শ্রমিকদের একাংশ। আর তার জেরে আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা গিয়েছে। কয়েকটি কারণে রবিবার থেকে  হলদিয়া বন্দরে ধর্মঘট করছেন প্রায় ষাট জন শ্রমিক। শাসক দলের তরফে বনধকে প্রকাশ্যে সমর্থন  করা  হয়নি কিন্তু এই ঘটনায় তাদেরই যোগ দেখছে বিজেপি। বিজেপির দাবি লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয়  সংস্থাকে বিপর্যস্ত করতেই এমন কাজ করছে তৃণমূল। এর আগে একাধিক বার ধর্মঘটের মতো ঘটনা ঘটেছে হলদিয়া  বন্দরে। এবার আবার সেই একই ঘটনা ঘটল।

স্বামী প্রেমে পড়েছেন সন্দেহ করে ১৬ লাখ টাকা দিয়ে ভাড়াটে খুনি জোগাড় করল স্ত্রী!

হলদিয়া বন্দরের নাব্যতা কমেছে  কয়েক বছর আগেই।  তাতে  ব্যবসায় ধাক্কা লাগে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হয়েছে।  তারই অঙ্গ হিসেবে দ্বিপাক্ষিক বাণিজ্যকে মজবুত করতে বাংলাদেশকে বিশেষ প্রস্তাব দিয়েছে ভারত। কেন্দ্রীয় সরকার চায় পণ্য পরিবহণের জন্য কলকাতা এবং হলদিয়া বন্দর ব্যবহার করুক বাংলাদেশ। বেশ মাস কয়েক আগে  এই প্রস্তাব দেওয়া হলেও কোনও সিদ্ধান্ত নেয়নি ঢাকা।

এরই মধ্যে  ধর্মঘটের মতো ঘটনা পরিস্থিতিকে  আরও জটিল করবে বলে মনে করা হচ্ছে।         

  

 

                                    

 

.