This Article is From Jul 04, 2018

18 মাসে ঘুরে দাঁড়াবে এয়ার ইন্ডিয়া , বললনে পীযুষ গোয়েল

প্রথমে  ডেডলাইন হিসেবে মে মাসের 31 তারিখকে বেছে নেওয়া হয়।  কিন্ত সারা মেলেনি।  তবে হাল ছাড়তে নারাজ কেন্দ্র।

18 মাসে ঘুরে দাঁড়াবে এয়ার ইন্ডিয়া , বললনে পীযুষ গোয়েল

তার 76 শতাংশ ডিসইনভেসমেন্টের ক্ষেত্রেই আগ্রহ দেখায়নি সংশ্লিষ্ট সংস্থা

নিউ দিল্লি:

এয়ার ইন্ডিয়াকে লাভের পথে নিয়ে আস্তে চাইছে কেন্দ্রীয় সরকার।  কৌশলগত কারণে যে ডিসইনভেসমেন্ট  করা হয়েছে তার থেকেও আর্থিক ভাবে লাভবান হতে চায় মোদী সরকার। কেন্দ্রের এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন অস্থায়ী অর্থমন্ত্রী পীযুষ গোয়েল।   

 

গত মাসে আর্থিক ভ্যাবে ধাক্কার সম্মুখীন হয় এই হাতিয়ে উড়ান সংস্থা।  তার 76 শতাংশ ডিসইনভেসমেন্টের  ক্ষেত্রেই আগ্রহ দেখায়নি সংশ্লিষ্ট সংস্থা। আর তাই অন্য উপায় বের করে ঘুরে দাঁড়াতে চাইছে এয়ার ইন্ডিয়া। কোনও সরকারি সংস্থা  ডিসইনভেসমেন্ট  করতে চাইছে মানে সেটি তার সম্পদ বিক্রির পথে হাঁটছে। এয়ার ইন্ডিয়াও  তাই করছে।  কিন্ত বিক্রেতারা সেভাবে আগ্রহ দেখাচ্ছেন না। তাই প্রথমে ডেডলাইন হিসেবে মে মাসের 31 তারিখকে বেছে নেওয়া হয়।  কিন্ত সারা মেলেনি।  তবে হাল ছাড়তে নারাজ কেন্দ্র।

 

এ ব্যাপারে বুধবার অর্থমন্ত্রী বলেন , ' এয়ার ইন্ডিয়ার পরিচালন পদ্ধতি থেকে শুরু করে কয়েকটি  বিষয়ে পরিবর্তন আনা হচ্ছে।  উন্নত করা হচ্ছে পরিষেবার মান। ' তাঁর মতে আগামী দেড় বছরের মধ্যে ঘুড়ে দাঁড়াবে এয়ার ইন্ডিয়া।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)

.