লিসা হেডন ও পদ্ম লক্ষ্মী তাঁদের শিশুকে স্তন্যপান করানোর ছবি শেয়ার করেন
লিসা হেডন এবং পদ্ম লক্ষ্মী ছবি শেয়ার করলেন যেখানে তাঁদের নিজেদের সন্তানকে স্তন্যপান করাতে দেখা গেল। স্তন্যপানের প্রচার বৃদ্ধি করতে, এর গুরুত্ব বোঝাতে এবং সদ্য মা হয়েছে বিশ্বব্যাপী এমন মহিলাদের পাশে দাঁড়াতে অগাস্ট মাসের প্রথম সপ্তাহ ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইক হিসাবে পালিত হয়। এই বছরের থিম “ব্রেস্টফিডিংঃ ফাউন্ডেশন ফর লাইফ”। দ্যা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে, “শিশুদের জীবনের প্রথম দিনগুলোতে স্তন্যপান করানো অত্যন্ত জরুরি।“ শিশুর জন্মের পর ছয় মাস শিশুকে স্তন্যপান করানো মা ও শিশু উভয়ের জন্যই অত্যন্ত উপকারী এবং ইন্টারনেটের দৌলতে বর্তমানে সদ্য মা হয়েছেন এমন মহিলারা অন্যান্য মায়েদের শিশুকে স্তন্যপান করানোয় উৎসাহ দিচ্ছেন। সেলিব্রিটি মায়েরা তাঁদের সদ্যজাত সন্তানদের স্তন্যপান করানোর ছবি শেয়ার করে মানুষের মধ্যে স্তন্যপানের প্রয়োজনীয়তা বৃদ্ধির চেষ্টা করেছেন।
সুতরাং, ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইককে গৌরবান্বিত করে তুলতে সাতজন সেলিব্রিটি মায়েরা যারা অন্যান্য মায়েদের তাঁদের শিশুকে স্তন্যপানে উৎসাহ দিয়েছে তাঁদের ব্যপারে কিছু কথা জেনে নিনঃ
লিসা হেডনঃ 2017 সালের ওয়ার্ল্ড ব্রেস্টফিডিং উইকে এই অভিনেত্রী তাঁর দুই মাসের শিশুপুত্র জ্যাকের সঙ্গে একটা ছবি পোস্ট করেন। তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেন, “আমার সন্তান জন্মের পর আমার শরীর আবার আগের আকার ফিরে পেতে স্তন্যপান অনেক বড় ভূমিকা পালন করেছে।“ ইন্টারনেটে অত্যন্ত ভাইরাল হয় তাঁর পোস্ট এবং স্তন্যপানের উপকারিতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ায় ও অন্যান্য মায়েদের শিশুকে স্তন্যপান করাতে উৎসাহ দেওয়ায় সকলে লিসার অত্যন্ত প্রশংসা করেন।
পদ্ম লক্ষ্মীঃ টেলিভিশন সঞ্চালিকা পদ্ম লক্ষ্মী এই বছর মাদার্স ডে-তে একটা পুরনো ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে তাঁকে তাঁর মেয়ে কৃষ্ণা থিয়া লক্ষ্মী-ডেল-কে স্তন্যপান করানোর পাশাপাশি নিজের মেক আপও করতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তিনি লেখেন “মাল্টি-টাস্কিংঃ লেভেল 100।“ এই ছবি সমস্ত কর্মরতা মায়েদের অনুপ্রেরণা দিয়েছে।
মারা মার্টিনঃ সম্প্রতি র্যাম্পে হাঁটার সময় শিশুকন্যাকে স্তন্যপান করিয়ে সংবাদ শিরোনামে এসেছিলেন এই মডেল। “আমার মতে মহিলারা নিজেদের সুবিধা মতো যখন যেভাবে খুশি শিশুকে স্তন্যপান করাবে। আর এখানে কিছু বলারই নেই!” ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন।
ক্রিসি টেইগেনঃ ইনস্টাগ্রামে জনপ্রিয় ক্রিসি টেইগেন তাঁর দ্বিতীয় সন্তানকে স্তন্যপান করানোর ছবি আজকাল প্রায়ই শেয়ার করেন। সম্প্রতি একটা ছবিতে তাঁকে নিজের সন্তানের সঙ্গে একটা পুতুলকেও স্তন্যপান করাতে দেখা যাচ্ছে। পুতুলটা তাঁর প্রথম সন্তান লুনার। ছবিটা বেশ কিছু মানুষ ট্রোল করেছে। কিন্তু ছবিটা যত মানুষের ভালবাসা পেয়েছে সে তুলনায় ঘৃণার পরিমাণ নগণ্য।
শ্বেতা সাল্ভেঃ সন্তানকে স্তন্যপান করানোর ছবি পোস্ট করে এই অভিনেত্রী ক্যাপশনে লেখেন “আমার স্যাঙ্কটাম আমার স্বর্গ”।
অ্যালিসা মিলানোঃ স্তন্যপান প্রচারের অন্যতম প্রতিনিধি অভিনেত্রী অ্যালিসা মিলানো 2016 সালে নিজের সন্তানকে স্তন্যপান করানোর একটা পুরনো ছবি পোস্ট করেছিলেন।
ল্যারিসা ওয়াটার্সঃ তিনি তথাকথিত সেলিব্রিটি হয়তো না, কিন্তু প্রাক্তন অস্ট্রেলীয় সেনেটার ল্যারিসা ওয়াটার্স তাঁর কন্যা সন্তান আলিয়াকে পার্লামেন্টে প্রকাশ্যে স্তন্যপান করানোর মাধ্যমে শিশুকে স্তন্যপান করানোর গুরুত্ব সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি করেছিলেন। এই ভাবে তিনি রাজনৈতিক ইতিহাসও তৈরি করেছেন।
আশা করি, এই সেলিব্রিটি মায়েরা অন্যান্য মায়েদের মধ্যে স্তন্যপানের প্রয়োজনীয়তা ও উপকারিতা প্রচারে সক্ষম হয়েছে এবং অন্যান্য মায়েদের শিশুকে স্তন্যপান কারানোর জন্য উৎসাহ দিতে পেরেছে।
Click for more
trending news