This Article is From Nov 25, 2018

মনোরোগের চিকিৎসায় টাউনশিপ পাচ্ছে রাজ্য, কাজ শুরু পরের বছর থেকেই

অটিজিম আক্রান্তদের জন্য টাউনশিপ তৈরির কাজ শুরু হচ্ছে আগামী বছর থেকে।

মনোরোগের চিকিৎসায় টাউনশিপ পাচ্ছে  রাজ্য, কাজ শুরু পরের বছর থেকেই

  ৫০০ কোটি টাকা খরচে মোট ৫২ একর জায়গা নিয়ে  হবে  টাউনশিপ।

হাইলাইটস

  • অটিজিম আক্রান্তদের জন্য টাউনশিপ তৈরির কাজ শুরু হচ্ছে আগামী বছর থেকে
  • বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এই টাউনশিপ নির্মাণের ঘোষণা করেন মমতা
  • এখানে চিকিৎসার জন্য সাড়ে তিনশো জন থাকতে পারবেন
কলকাতা:

 অটিজিম আক্রান্তদের জন্য টাউনশিপ তৈরির কাজ শুরু হচ্ছে আগামী বছর থেকে। জানুয়ারি মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে  এই  টাউনশিপ  নির্মাণের ঘোষণা  করেন মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। এবার শুরু  হল সেই কাজ-ই। আগামী পাঁচ বছরের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার সিরাকোলে এই  টাউনশিপ তৈরি হয়ে যাবে বলে  মনে করা হচ্ছে।  নির্মাণে কাজ করছে  রত্নাবলী গোষ্ঠী।

 

বিউটি পার্লারে মহিলাকে গণধর্ষণের অভিযোগ, ধৃত তিন

 

সহযোগিতায় রাজ্য সরকার। ইন্ডিয়ান অটিজম  সেন্টারের তরফে এই টাউনশিপ তৈরির কথা জানানো হয়েছে। মোট ৫২ একর জায়গা নিয়ে  হবে  টাউনশিপ। প্রকল্পের জন্য ব্যয় হবে  ৫০০ কোটি টাকা। এখানে চিকিৎসার  জন্য সাড়ে তিনশো জন  থাকতে পারবেন। আর প্রতিদিন ২০০ জনের চিকিৎসা করা সম্ভব হবে।

রাম মন্দির না হলে বিজেপি ক্ষমতাচ্যুত হবে দাবি শিবসেনা প্রধানের, ১০টি তথ্য

বিশ্ববঙ্গ সম্মেলনে ঘোষণা করার পর এ ব্যাপারে  উদ্যোগ নিতে শুরু করে রাজ্য সরকার।  বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা হয়। মনোরোগের চিকিৎসকদের এ ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করা হয়। এ ধরনের রোগের চিকিৎসা  কীভাবে করা যায় তা  নিয়েও চর্চা হয়। দীর্ঘ আলোচনার পর টাউনশিপের পরিবেশ কেমন হবে তা  বুঝে নেওয়া হয়।                                                                            

.