বিশ্বের সুখীতম দেশের বিচারে সাত ধাপ নেমে ১৪০ এ ভারত
ইউনাইটেড নেশনস: ২০১৮ সালে যতখানি খুশি ছিল ভারতের আম আদমিরা, এইবছর মোটেও ততখানি সুখী নন তাঁরা। বিশ্বের সুখী দেশগুলোর মধ্যে আমাদের দেশের অবস্থান ১৪০-এ। গত বছরের থেকে সাত ধাপ নিচে নেমে গিয়েছে ভারতবর্ষ। চলতি বছরের জাতিসংঘের বিশ্ব সুখের প্রতিবেদন (World Happiness Report) বুধবার প্রকাশিত হয়েছে। ফিনল্যান্ডের স্থান সকলের আগে। ২০ মার্চ জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্কটি (Sustainable Development Solutions Network for the United Nations) এই প্রতিবেদন পেশ করেছে। ২০১২ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ২০ মার্চ দিনটিকে ‘বিশ্ব সুখ দিবস' (World Happiness Day) হিসেবে ঘোষণা করা হয়।
দোলের পরে আঙুলে রঙ দিয়ে ‘দেশের সবথেকে বড় উৎসব' সার্থক করার বার্তা কমিশনের
মানুষের ভালো থাকার ছয়টি বিষয়ের (six key variables that support well-being) উপর নির্ভর করে এই সমীক্ষাটি হয়: আয়, স্বাধীনতা, বিশ্বাস, সুস্থ জীবন যাপনের প্রবণতা, সামাজিক সমর্থন এবং উদারতা। এই প্রতিবেদনটি অনুসারে, সামগ্রিক বিশ্বজুড়েই সুখ গত কয়েক বছরে কমে গিয়েছে। ২০১৮ সালে ১৩৩ তম স্থানে ছিল ভারত। এবার সে নেমে এসেছে ১৪০ তম অবস্থানে।
জাতিসংঘের সপ্তম বার্ষিক বিশ্ব সুখ প্রতিবেদনে (UN's seventh annual World Happiness Report), বিশ্বের ১৫৬ টি দেশের নাগরিকরা নিজেদেরকে কতটা সুখী মনে করে তাই সমীক্ষা করে দেখা হয়। এই প্রতিবেদনে আরও উঠে এসেছে যে উদ্বেগ, বিষণ্ণতা এবং রাগ সহ নেতিবাচক আবেগ বৃদ্ধি পেয়েছে ইদানীংকালে।
এই নিয়ে টানা দু'বছর ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে নিজের জায়গা ধরে রেখেছে। এই নর্ডিক দেশের ঠিক পরের স্থানগুলিতে আছে ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডস। প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান ৬৭ তম স্থানে, বাংলাদেশ ১২৫ তম এবং চিন ৯৩ তম স্থানে রয়েছে।
প্রকাশ্যে হাত ধরা, চুমু খাওয়া? একদল অবিবাহিতদের বেত পেটা করল ধর্মীয় পুলিশরা
যুদ্ধগ্রস্ত দক্ষিণ সুদানের মানুষ এই মুহুর্তে বিশ্বের সবথেকে অসুখী, তাঁদের জীবন নিয়ে তাঁরা বিশ্বের সবচেয়ে অসন্তুষ্ট। তার আগে আছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (১৫৫), আফগানিস্তান (১৫৪), তানজানিয়া (১৫৩) এবং রুয়ান্ডা (১৫২)।
গ্যালাপ ওয়ার্ল্ড পোলের নানা প্রশ্নের ভিত্তিতে পৃথিবীর দেশগুলোর সুখ মাপা হয়। জিডিপি এবং সামাজিক নিরাপত্তা সহ অন্যান্য বিষয়গুলি খতিয়ে দেখে ফলাফল নির্ণয় করা হয়। বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলির মধ্যে অন্যতম হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র সুখের ভিত্তিতে ১৯ তম স্থানে অবস্থান করছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)