Edited by Indrani Halder | Tuesday December 24, 2019, নয়া দিল্লি
আগামিকাল ২৫ ডিসেম্বর, দোরগোড়ায় এসে গেছেন সান্টা বুড়ো, ইয়াব্বড় জোব্বা আর লাল টুপির সান্টা দাদুর উপহারের অপেক্ষায় হাঁ করে আছে কচিকাচারা, আর বড়রা ভাবছেন, জমজমাট শীতের মরসুমে "বড়দিন" তাঁদের জন্যে নিয়ে আসছে ছুটির অবসর। পিছিয়ে নেই গুগলও, বড়দিনের আনন্দ (Happy Holiday Doodle) নেটিজেনদের মধ্যে ছড়িয়ে দিতে তৈরি করল বিশেষ ডুডল (Google Doodle)। ২৪ ডিসেম্বর মানেই ক্রিসমাস ইভের ঘণ্টা বাজারও সময় এসে যাওয়া, আজ (২৪ ডিসেম্বর) তাই ডুডলে গুগলের (Happy Holidays Google Doodle) লোগোর দ্বিতীয় 'ও' বর্ণমালা সাজল সান্টা, স্লেজগাড়ি এবং ক্রিসমাস ট্রিতে। ওই শোনা যায় সান্টা বুড়োর স্লেজগাড়ির শব্দ...