Edited by Indrani Halder | Saturday March 28, 2020, নয়া দিল্লি
শরীরে করোনা ভাইরাস সংক্রমণের কিছু লক্ষণ দেখেই পড়িমড়ি করে ছুটলেন পরীক্ষাকেন্দ্রে, নিজের শরীরের নমুনাও দিলেন পরীক্ষার (Coronavirus Test) জন্যে, কিন্তু তারপর এক রুদ্ধশ্বাস প্রতীক্ষা। কী হয়, কী হয় ভাব, কম করে ২ দিন লাগছে করোনা সংক্রমণ হয়েছে কিনা তার পরীক্ষা করতে। কিন্তু এবার বোধহয় সেই প্রতীক্ষার দিন শেষ হতে চলেছে। কেননা মার্কিন সংস্থা অ্যাবট ল্যাবরেটরিজ দাবি করেছে তাদের অত্যাধুনিক পরীক্ষায় মাত্র ৫ মিনিটেই জানা যাবে কোনও ব্যক্তির শরীরে ওই মারণ রোগ (COVID-19) বাসা বেঁধেছে কিনা। আর খুব অল্প সময়ে করোনা (Coronavirus) সংক্রমণ ধরা গেলে বেশ কিছুটা দমানো যাবে রাক্ষুসে রোগের দাপট।