This Article is From Sep 27, 2019

হিমালয় থেকে ম্যানগ্রোভ..এ রাজ্যে বেড়াতে আসুন সকলে, বিশ্ব পর্যটন দিবসে টুইট মুখ্যমন্ত্রীর

World Tourism Day: "হিমালয় থেকে সমুদ্র, ডুয়ার্সের জঙ্গল থেকে পশ্চিমাঞ্চলের লাল মাটি, সুন্দরবনের ম্যানগ্রোভ থেকে ঐতিহ্যশালী গৌড় বঙ্গ, সবাইকে জানাই স্বাগত"

হিমালয় থেকে ম্যানগ্রোভ..এ রাজ্যে বেড়াতে আসুন সকলে, বিশ্ব পর্যটন দিবসে টুইট মুখ্যমন্ত্রীর

World Tourism Day: বিশ্ব পর্যটন দিবসে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা:

বেড়াতে কে না ভালবাসে? বিশেষ করে বাঙালির তো পায়ের তলায় সর্ষে। আপনিও যদি সেই বাঙালির দলের মধ্যে পড়েন যাঁরা একটু অবসর পেলেই আকাশটাকে চোখে রেখে মনটা হারাতে বেরিয়ে পড়েন, তাহলে আজকের (২৭ সেপ্টেম্বর) দিনটি আপনার কাছে বিশেষ।  আজ (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস (World Tourism Day)। একটি শিল্প হিসাবে পর্যটন যে গতিতে বেড়ে উঠেছে তার স্বীকৃতি স্বরূপ, রাষ্ট্রসংঘের বিশ্ব পর্যটন সংস্থা ১৯৮০ সালে ২৭ সেপ্টেম্বর দিনটিকে বিশ্ব পর্যটন দিবস হিসাবে ঘোষণা করে এবং তখন থেকেই প্রতিবছর এই দিবসটি পালন করা হয়। এই বিশেষ দিনে বিশ্বের পর্যটকদের পশ্চিমবঙ্গ (West Bengal) ভ্রমণের আহ্বান জানিয়ে টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন, "আজ বিশ্ব পর্যটন দিবস। বাংলায় আসুন, চিরমধুর স্মৃতি নিয়ে ফিরে যান। হিমালয় থেকে সমুদ্র, ডুয়ার্সের জঙ্গল থেকে পশ্চিমাঞ্চলের লাল মাটি, সুন্দরবনের ম্যানগ্রোভ থেকে ঐতিহ্যশালী গৌড় বঙ্গ, সবাইকে জানাই স্বাগত #ExperienceBengal#WorldTourismDay" ।

প্রতি বছর একটি নতুন থিম এবং একটি নতুন দেশকে হোস্ট বা আয়োজক হিসাবে ঘোষণা করা হয় বিশ্ব পর্যটন দিবসে। এই বছর হোস্ট বা আয়োজক দেশ হল ভারত। এই প্রথমবার বিশ্ব পর্যটন দিবসের আয়োজক হওয়া আমাদের দেশের থিম হল ‘ট্যুরিজম অ্যান্ড জবস: এ বেটার ফিউচার ফর অল' অর্থাৎ ‘ভ্রমণ এবং কাজ: সবার জন্য আরও ভাল ভবিষ্যৎ'।

গোয়ার সমুদ্র সৈকতে মদ খেলে বা রান্না করলে দু'হাজার টাকা জরিমানা দিতে হবে, হতে পারে জেলও

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজ  (২৭ সেপ্টেম্বর)  রাজধানী দিল্লিতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে রাষ্ট্রসংঘের দেওয়া উন্নয়ন চ্যালেঞ্জ এবং পর্যটন শিল্প কীভাবে এই চ্যালেঞ্জগুলির মোকাবিলায় সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা হবে। থিম অনুযায়ী, এই কর্মসূচির মূল লক্ষ্য হ'ল পর্যটন ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জন্য আরও সুযোগ তৈরি করা।

ত্রিপুরার পর্যটনের মুখ হচ্ছে বাঁদর!

বর্তমানের ব্যস্ততার যুগেও, এ দেশে সবসময়ই সমাগম হয়েছে বিদেশি ভ্রমণপিপাসুদের। ফা হিয়েন থেকে মার্কো পোলো, যে সমস্ত বিখ্যাত মানুষরাই উপমহাদেশে ভ্রমণ করেছেন তাঁরাই তৎকালীন সময়ের অনুশীলন ও ঘটনা লিপিবদ্ধ করেছেন, তৈরি হয়েছে এক একটি লিপিবদ্ধ ইতিহাস। বিদেশি পর্যটকদের আগমনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গেই ভারত আজও পর্যটন দুনিয়ার মানচিত্রে এক অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্য তথা সংস্কৃতির হাতছানি এড়াতে পারেন না বিশ্বের পর্যটকরা। তাই আজও তাঁরা ভিড় জমান, "এই ভারতের মহা মানবের সাগরতীরে"।

এবার পুজোয় ধুতি পরে বেড়াবেন সবাই?

.