This Article is From Mar 22, 2019

World Water Day: রোজের জীবনে সামান্য পরিবর্তনের অঙ্গীকার নিন বিশ্ব জল দিবসে

বিশ্ব জল দিবস ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথম পালিত হয়। এই বছর ২৬ তম বিশ্ব জল দিবস পালন হচ্ছে বিশ্ব জুড়ে।

World Water Day: রোজের জীবনে সামান্য পরিবর্তনের অঙ্গীকার নিন বিশ্ব জল দিবসে

World Water Day 2019: জল অপচয় নয়, সঞ্চয় করুন

নিউ দিল্লি:

প্রায়ই এখন বলা হয়, আবার যদি কোনও বিশ্বযুদ্ধ হয়, তা হবে জলের অধিকার নিয়ে। পানীয় জল এখন দুর্মূল্য। প্রতি বছর ২২ মার্চ বিশ্ব জল দিবস (World Water Day) উদযাপন করা হয়। আমাদের জীবনে ও বিশ্বে জলের গুরুত্ব নিয়ে মানুষকে সচেতন করা এবং জল সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে প্রচারের উদ্দেশ্যেই এই বিশেষ দিনটি পালিত হয়। চলতি বছরে বিশ্ব জল দিবসের থিম (World Water Day theme 2019) হ'ল “কাউকে পিছনে রাখব না।” কেন মানুষ পিছিয়ে রয়েছে এবং জল ও স্যানিটেশন এবং দীর্ঘস্থায়ী জল ব্যবস্থাপনা কিভাবে জীবনে ও সমাজে সদর্থক পরিবর্তন আনতে পারে সেই বিষয়টি মাথায় রেখেই এমন থিম নির্বাচন। বিশ্ব জল দিবস ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রথম পালিত হয়। এই বছর ২৬ তম বিশ্ব জল দিবস পালন হচ্ছে বিশ্ব জুড়ে। পানীয় জলের অভাব কীভাবে মেটানো যায়, আমাদের দৈনন্দিন জীবনে কোন কোন পরিবর্তন জল সাশ্রয়ে সাহায্য করবে সেই বিষয়ে পরামর্শ রইল। 

Google AI-Powered Doodle: বাখের মতো হারমোনি বানিয়ে দুনিয়াকে শোনান আজ

 

বিশ্ব জল দিবস (World Water Day): জল নষ্ট করবেন না। জল পুনর্ব্যবহার করুন। নিচে রইল কিছু টিপস:

 

অক্সফোর্ড অভিধানে ঠাঁই পাওয়া ভারতে সবচেয়ে ব্যবহৃত নয়া শব্দ কী? ‘চাড্ডি'!

 

1. আপনার দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তন করতে শুরু করুন। সবজি ধুয়ে নিয়ে ওই একই জল দিন আপনার গাছে, বাগানে।

 

2. বাড়িতে আর ও ফিল্টার থেকে নিষ্কাশিত হওয়া জল ঘর মোছার জন্য ব্যবহার করা যেতে পারে।

 

3. আপনার বাড়িতে, এলাকায় রেল ওয়াটার হার্ভেস্টিং মেশিন (Rain Water Harvesting systems) বসান এবং জলের ঘাটতি কমান, জল অপচয় রুখুন।

 

4. ব্রাশ করার সময় কল খুলে রাখবেন না। জলের ব্যবহার সম্পর্কে সচেতন হন এবং জল বাঁচান।

 

5. ওয়াশিং মেশিন যখন সম্পূর্ণরূপে ভর্তি তখন আপনার জামাকাপড় নিয়ে লন্ড্রি করবেন। এই মূল্যবান পদক্ষেপ জল সংরক্ষণে বড় ভূমিকা হয়ে দেখা দেবে।

মনে রাখবেন, জলের প্রতিটি কণা গুনলেই অনেকখানি হয়। ছোট পরিবর্তনগুলি বড় প্রভাব ফেলবেই এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো ভবিষ্যত গড়ে তোলার চেষ্টা তো করতেই পারি। শুভ জল দিবস!

.