বু-এর মালিক তার মৃত্যুসংবাদ জানান
হাইলাইটস
- বু আদতে পমেরিয়ান প্রজাতির
- গত বছর তার সঙ্গী বাডি মারা যায়
- সঙ্গী বিচ্ছেদের পরে বুয়ের হার্টের রোগ ধরা পড়ে
সান ফ্রান্সিসকো: বিশ্বের সবথেকে মিষ্টি কুকুর ‘বু' আর নেই। সঙ্গী চলে যাওয়ার কষ্টে ভাঙা মন নিয়েই পৃথিবীর মায়া কাটিয়েছে সে, এমনটাই জানিয়েছেন তার মালিক।
শনিবার আমেরিকার বাসিন্দা ওই ব্যক্তি বুয়ের মৃত্যুসংবাদ দিয়ে জানান, তার বয়স হয়েছিল বারো। ফেসবুকে তার ১৬ মিলিয়ন অনুগামী।
বু আদতে পমেরিয়ান প্রজাতির। গত বছর তার সঙ্গী বাডি মারা যায়। তার আগে বুয়ের মালিক বু ও বাডির একসঙ্গে মিষ্টি ছবি শেয়ার করতেন। আর সেই সব ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছিল।
‘‘কিন্তু সঙ্গী বিচ্ছেদের পরে বুয়ের হার্টের রোগ ধরা পড়ে। আসলে ওর মন ভেঙে গিয়েছিল।''— বলেন বুয়ের মালিক।
গড়িয়াহাটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কাপড়ের দোকান-আবাসনের একাংশ
‘‘তার পরেও বু এক বছর আমাদের কাছে ছিল। বু পৃথিবীর সকলকে যে আনন্দ দিয়ে গিয়েছে, আশা করি তার পরে স্বর্গে গিয়ে ওদের পুনর্মিলন সুখের হোক। আমাদের পরিবারের সকলে ভেঙে পড়েছে।''— বলেন তিনি।
ফের সাফল্যের শৃঙ্গে মহিলা, দক্ষিণ মেরুতে সফল অভিযান প্রথম মহিলা আইপিএস অফিসারের
২০১১ সালে একটি বই প্রকাশিত হয়েছিল ‘বু দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ডস কিউটেস্ট ডগ' নামে। সেখানে বুয়ের অনেক ছবি ছিল।
আরও খবর দেখুন এখানে