Read in English
This Article is From Oct 23, 2019

‘‘উদ্বেগে থাকব দিল্লির কেউ আমার উপরে রেগে না যায়’’: জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল

জম্মু ও কাশ্মীরের (J&K) রাজ্যপালের অভিযোগ, দেশের ধনী ও সমৃদ্ধ ব্যক্তিরা হল ‘‘পচা আলুর’’ মতো। কেননা তাঁরা দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করায় উৎসাহী নন।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

সত্যপাল মা‌‌লিক বলেন, একজন রাজ্যপাল একজন দুর্বল ব্যক্তিত্ব।

জম্মু:

জম্মু ও কাশ্মীরের (J&K) রাজ্যপাল সত্যপাল মা‌‌লিক (J&K Governor Satya Pal Malik) মঙ্গলবার জানালেন, দেশে এক রাজ্যপালের ভূমিকা হল সেই দুর্বল ব্যক্তির যিনি কোনও সাংবাদিক সম্মেলন ডাকতে পারেন না কিংবা মন খুলে কথা বলতে পারেন না। পাশাপাশি তিনি পুনরাবৃত্তি করলেন তাঁর আগের মন্তব্যের, যেখানে তিনি বলেছিলেন দেশের ধনী ও সমৃদ্ধ ব্যক্তিরা হল ‘‘পচা আলুর'' মতো। কেননা তাঁরা কখনও দান করেন না এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করার কাজে এগিয়ে আসেন না। রিয়াসি জেলার কাতরা শহরে শ্রীমাতা বৈষ্ণো দেবী বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন উৎসবে যোগ দেন তিনি। তখনই এই কথা বলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল।

তিনি বলেন, ‘‘একজন রাজ্যপাল একজন দুর্বল ব্যক্তিত্ব। তাঁর কোনও সাংবাদিক সম্মেলন ডাকার অধিকার নেই কিংবা মন খুলে কথা বলার। তিন দিন ধরে আমি উদ্বেগে থাকব যদি দিল্লির কেউ রেগে যায় আমার ভাষণ শুনে।''

জমি অধিগ্রহণ মামলা থেকে সরে দাঁড়াবেন না বিচারপতি অরুণ মিশ্র

Advertisement

রাজ্যপাল জানান, দেশে শিক্ষার অবস্থা খারাপ হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলি এবং পরিকাঠামোর উন্নতি করার জন্য যে অর্থ দরকার তা কোথাও নেই। তিনি বলেন, দেশের সমৃদ্ধ ব্যক্তিরা ৩০০ কোটি টাকা খরচ করে ছেলেমেয়ের বিয়ে দিলেও কোনও বিশ্ববিদ্যালয়কে এক পয়সাও তাঁরা দেন না বিশ্ববিদ্যালয়গুলির পরিকাঠামো তৈরির জন্য।

তিন‌ি আরও বলেন, ওই ধনীরা এটা করেননা কারণ তাঁদের দান করার অভ্যাস নেই।

Advertisement

কাশ্মীরের পরিস্থিতির উন্নয়নে ভারতের পদক্ষেপকে স্বাগত: মার্কিন আমলা

তিনি বলেন, ‘‘ওঁরা চোদ্দোতলা বাড়িতে থাকবেন কিন্তু এক পয়সাও খরচ করবেন না দেশের শিশুদের শিক্ষার জন্য। লোকেরা তাঁদের নাম উচ্চারণ করেন সসম্ভ্রমে। রাজনৈতিক নেতারা দৌড়ে যান তাঁদের সঙ্গে করমর্দন করতে। আমি অবশ্য তাঁদের ‘পচা আলু'ই বলি, কেননা তাঁদের মধ্যে মানবিকতা  ও দেশের প্রতি দায়িত্ববোধ কমই রয়েছে।''

Advertisement

তিনি দেশের সমৃদ্ধ ও ধনী ব্যক্তিদের দেশের শিক্ষাক্ষেত্রের পরিস্থিতি শোধরানোর জন্য এগিয়ে আসার আহ্বান জানান।

নিজের রাজ্যে শিক্ষা পরিস্থিতির জন্য তিনি কোন পদক্ষেপ করেছেন, সেকথা জানাতে গিয়ে রাজ্যপাল জানান, ‘‘এবছর আমরা আটটি মেডিক্যাল কলেজ পেয়েছি। এবং আমি কথা দিয়েছি আগামী বছরে একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হবে।''

Advertisement

তিনি জানান, তাঁর প্রশাসন লাদাখ সহ জম্মু ও কাশ্মীরে ৫২টি ডিগ্রি কলেজ অনুমোদন করেছেন। এছাড়াও ৫০টিরও বেশি পেশাগত শিক্ষার কলেজ গড়ে ওঠার পথে।

কাশ্মীরী পড়ুয়াদের প্রশংসা করে রাজ্যপাল দাবি করেন, সঠিক পরিকাঠামো পেলে এরা যে কোনও ক্ষেত্রেই উন্নতি করতে পারবে।

Advertisement

তিনি এও জানান তিনি ছাত্র ও অন্যান্য মানুষদের পাশে সব সময় আছেন। এবং প্রয়োজন পড়লে অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তিনি তাঁদের সঙ্গে দেখা করেন এবং প্রয়োজনমতো সাহায্য করেন।

সারেগামাপার মঞ্চ মাতানো স্নিগ্ধজিৎ রবীন্দ্র সরোবরে লেকের ধারে এনডিটিভি বাংলার সঙ্গে আড্ডা দিলেন। আর অবশ্যই শোনালেন গান। দেখুন ভিডিও

  .  

Advertisement