This Article is From Jan 19, 2019

কোনও বিশেষ ব্যক্তি নয়, আদর্শকে পরাজিত করতে হবে, তৃণমূলের সমাবেশে এসে বললেন যশবন্ত সিনহা

বিজেপি বিরোধী সমাবেশে অংশ নিয়ে দলকে কড়া ভাষায়  বিঁধলেন  প্রাক্তন নেতা যশবন্ত  সিনহা,

Advertisement
Kolkata

Highlights

  • দলকে কড়া ভাষায় বিঁধলেন প্রাক্তন নেতা যশবন্ত সিনহা
  • এই প্রথম কোনও সরকার পরিসংখ্যানকে বিকৃত করার কাজ করছে
  • তিনি বলেন, সমস্ত সাংবিধানিক সংস্থাই এখন আক্রান্ত

বিজেপি বিরোধী সমাবেশে অংশ নিয়ে দলকে কড়া ভাষায়  বিঁধলেন  প্রাক্তন নেতা যশবন্ত  সিনহা, তিনি বলেন  আমি জানি  বিজেপি বলবে আমরা সবাই একজনকে ক্ষমতাচ্যুত করতে একজোট হয়েছি। সেটা ঠিক নয়, আমরা  ভাবনার বদল আনতে চাই। সেটাই আমাদের লক্ষ্য। দেশে গণতন্ত্র বিপদের মধ্যে আছে। এই প্রথম কোনও সরকার পরিসংখ্যানকে বিকৃত করার কাজ করছে। সরকারের বিরোধিতা করলেই দেশ বিরোধী বলে অভিহিত করা হয়।  আমেকে দেশ বিরোধী বলে হয়েছে। পাশাপাশি তিনি বলেন, সমস্ত  সাংবিধানিক সংস্থাই এখন আক্রান্ত। তাই পরিবর্তন আনা দরকার।

শহরে আজ তৃণমূলের ব্রিগেড, দেখে নিন কলকাতার এই মুহূর্তের কী পরিস্থিতি

 এই সভা  থেকে  আক্রমণ করেন  বিজেপির আরেক প্রাক্তন মন্ত্রী অরুণ শৌরি। তিনি বলেন, এই সরকারের চলে  যাওয়া উচিত। প্রধানমন্ত্রী নিজেও জানেন তিনি ক্ষমতায় থাকতে  পারবেন না। তাই যে কোনও ভাবে ক্ষমতায় থেকে যেতে চাইছেন। অর্জুনের মতো লক্ষ্যে স্থির থাকতে হবে। বিজেপিকে সরাতে হলে ত্যাগের ভাবনা  নিয়ে এগোতে হবে। মোদী- শাহকে মানুষ বিশ্বাস করেন না।

Advertisement

আর এখন আপনাদের  মানুষকে বিশ্বাস করাতে হবে যে আপনারা ঐক্যবদ্ধ আছেন। দেশের অন্য অংশেও সভা করতে হবে। দেশ গড়ার কাজ শুরু করেছেন বাংলার বাঘিনী।

Advertisement