This Article is From May 03, 2020

করোনা সংক্রমণ ছড়ানোর জন্য তাবলিগি জামাতকে দায়ী করলেন যোগী আদিত্যনাথ

যোগী বলেন, ‘‘অসুখে আক্রান্ত হওয়া অপরাধ নয়। কিন্তু সংক্রামক ব্যাধিকে লুকিয়ে রাখা অবশ্যই অপরাধ। এবং এই অপরাধ করেছেন তাবলিগি জামাতের সঙ্গে যুক্তরা।’’

করোনা সংক্রমণ ছড়ানোর জন্য তাবলিগি জামাতকে দায়ী করলেন যোগী আদিত্যনাথ

গত শনিবার এক অনুষ্ঠানে এমনই দাবি করেন যোগী আদিত্যনাথ।

হাইলাইটস

  • করোনা সংক্রমণ ছড়ানোর জন্য যোগী আদিত্যনাথ তাবলিগি জামাতকে দায়ী করলেন
  • শনিবার এক চ্যানেলে এই দাবি করেন তিনি
  • তিনি বলেন, সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে তাকে লুকিয়ে রাখা অবশ্যই অপরাধ
লখনউ:

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ ছড়ানোর জন্য তাবলিগি জামাতের (Tablighi Jamaat) সদস্যদের দায়ী করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath )। তিনি বলেন, কোনও ভাইরাসের দ্বারা সংক্রমিত হওয়া অপরাধ নয়। কিন্তু তাকে লুকিয়ে রাখা নিশ্চয়ই অপরাধ। শনিবার এক সংবাদ চ্যা‌নেলের অনুষ্ঠানে এমনই দাবি করেন যোগী। তিনি বলেন, ‘‘তাবলিগি জামাতের ভূমিকা অত্যন্ত নিন্দার্হ। অসুখে আক্রান্ত হওয়া কোনও অপরাধ নয়। কিন্তু সংক্রামক ব্যাধিকে লুকিয়ে রাখা অবশ্যই অপরাধ। এবং এই অপরাধ করেছেন তাবলিগি জামাতের সঙ্গে যুক্তরা।''

কোভিড-১৯ যোদ্ধাদের বিরাট ধন্যবাদ জ্ঞাপন করবে ভারতীয় সেনা: ১০ তথ্য

তিনি আরও বলেন, ‘‘উত্তরপ্রদেশ বা অন্যত্র করোনার ছড়িয়ে পড়ার ক্ষেত্রে দেখা গিয়েছে তাবলিগি জামাত তার পিছনে রয়েছে। যদি তাঁরা এই অসুখকে না লুকোতেন এবং সেটিকে না ছড়াতেন তাহলে সম্ভবত করোনা ভাইরাসের সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণ করা যেত।''

প্রসঙ্গত, গত মার্চে তাবলিগি জামাতের ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয় দিল্লির নিজামুদ্দিন এলাকায়। তাৎপর্যপূর্ণভাবে দেশে করোনা সংক্রমণের হারকে দ্বিগুণ করার পিছনে এই সমাবেশ থেকে সংক্রমণ ছড়ানোকে দেখা হচ্ছে।

Coronavirus: গত ২৪ ঘণ্টায় মৃত ৮৩, একদিনে সর্বাধিক! আক্রান্ত ৩৯,৯৮০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে মৃত ৮৩। একদিনের নিরিখে এটাই সর্বাধিক মৃত্যু। পাশাপাশি একদিনে ২,৬৪৪ জন আক্রান্ত হলেন করোনায়। এর ফলে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯,৯৮০। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৩০১-এ। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে।

সারা বিশ্বে ৩৪ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন ২.৪ লক্ষ। করোনায় সবথেকে বেশি মৃত্যু হয়েছে আমেরিকায়য় গত ২৪ ঘণ্টায় সেখানে ১,৪৩৫ জনের মৃত্যু হয়েছে। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.