সংগঠনের কাজ দেখভাল করতে প্রিয়াঙ্কাকে আসরে নামায় কংগ্রেস।
হাইলাইটস
- প্রিয়াঙ্কার রাজনীতিতে প্রবেশের কোনও প্রভাব বিজেপির উপর পড়বে নাঃ যোগী
- দেশের সবচেয়ে বড় রাজ্যে বিজেপি বিরোধী জোটে কংগ্রেসকে রাখা হয়নি
- এরপর সংগঠনের কাজ দেখভাল করতে প্রিয়াঙ্কাকে আসরে নামায় কংগ্রেস
নিউ দিল্লি: একযোগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং সক্রিয় রাজনীতিতে প্রবেশ করতে চলা বোন প্রিয়াঙ্কা গান্ধীকে কড়া আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর কটাক্ষ শূন্য যোগ শূন্য, শূন্যই হয়। সংবাদ সংস্থাকে তিনি বলেন প্রিয়াঙ্কা এর আগেও রাজনীতিতে ছিলেন।২০১৪ সালে উত্তরপ্রদেশে তিনি-ই কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছিলেন। সেবারও কংগ্রেস হেরেছিল, এবারও হারবে। প্রিয়াঙ্কার রাজনীতিতে প্রবেশের কোনও প্রভাব বিজেপির উপর পড়বে না। দেশের সবচেয়ে বড় রাজ্যে বিজেপি বিরোধী জোটে কংগ্রেসকে রাখা হয়নি। এরপর সংগঠনের কাজ দেখভাল করতে প্রিয়াঙ্কাকে আসরে নামায় কংগ্রেস। তাঁকে দলের সাধারণ সম্পাদক করে পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর সঙ্গে মধ্যপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পেয়েছেন পশ্চিম উত্তরপ্রদেশের দায়িত্ব।
রাজনৈতিক কারণে পূর্ব উত্তরপ্রদেশ খুবই গুরুত্বপূর্ণ। এখানে গোরক্ষপুরের মতো আসন রয়েছে। সেটি একদা যোগীর গড় বলে পরিচিত ছিল। এখন সেটি সমাজবাদী পার্টির দখলে।
যোগীর আগে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনও প্রিয়াঙ্কা রাজনীতিতে প্রবেশ নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, ‘ প্রিয়াঙ্কা একজন ভাল মানুষ। কিন্তু তাঁর সক্রিয় রাজনীতিতে প্রবেশ থেকে বোঝা যায় রাহুল একা রাজনীতি করতে পারছেন না। তাই প্রিয়াঙ্কার সাহায্য চাইলেন। আমি কংগ্রেসের পারিবারিক রাজনীতি নিয়ে কোনও কথা বলবো না। ওটা ওদের নিজেদের ব্যাপার। তবে আমি মনে করি যোগ্য মানুষকে রাজনীতিতে এগিয়ে দেওয়াই শ্রেয়।'