This Article is From Jun 28, 2020

সংক্রমণ আবহেই রামমন্দির নির্মাণ খতিয়ে দেখতে অযোধ্যায় যোগী আদিত্যনাথ

এই উদ্যোগ বাস্তবায়িত করতে ব্যক্তিগত ভাবে ১১ লক্ষ টাকা অনুদান রামমন্দির কমিটিকে দেন যোগী আদিত্যনাথ

সংক্রমণ আবহেই রামমন্দির নির্মাণ খতিয়ে দেখতে অযোধ্যায় যোগী আদিত্যনাথ

১১.৪৫ মিনিট নাগাদ অযোধ্যা পৌঁছন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।

অযোধ্যা:

রামমন্দির নির্মাণ পরিস্থিতি পর্যালোচনা করতে অযোধ্যা সফর করলেন যোগী আদিত্যনাথ (UP CM at Ayodhya)। রবিবার বেলা প্রায় ১২টা নাগাদ অযোধ্যা পৌঁছন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। রামজন্মভূমি এলাকা ও মন্দির নির্মাণ পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। ফৈজাবাদ জেলা প্রশাসন সূত্রে এমনটাই খবর। জেলা শাসক অনুজ কুমার ঝা বলেন, "রবিবার বেলা ১১.৪৫ মিনিট নাগাদ আকাশপথে অযোধ্যা পৌঁছন মুখ্যমন্ত্রী। রামমন্দির নির্মাণ এলাকা পরিদর্শনের সঙ্গে জেলার অন্য নির্মাণ কাজ খতিয়ে দেখেন তিনি। ঘুরে দেখেন জেলার নন-কোভিড হাসপাতালগুলো। সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা জনগণ পাচ্ছে কিনা, সে ব্যাপারেও খোঁজখবর নিয়েছেন।" এই সফর শেষে তাঁর লখনউ যাওয়ার কথা।

জানা গিয়েছে, সংক্রমণ আবহে এটা প্রধানমন্ত্রীর দ্বিতীয় অযোধ্যা সফর। জেলা প্রশাসন সূত্রে খবর, হনুমান গড় মন্দির ঘুরে দেখার সূচি আছে মুখ্যমন্ত্রীর। ২৫ মার্চ শেষবার অযোধ্যা সফর কযেছিলেন মুখ্যমন্ত্রী  সেদিন রামলালার মূর্তি অস্থায়ী নতুন নির্মাণে স্থানান্তরিত করা হয়েছিল।

এই উদ্যোগ বাস্তবায়িত করতে ব্যক্তিগত ভাবে ১১ লক্ষ টাকা অনুদান রামমন্দির কমিটিকে দেন যোগী আদিত্যনাথ।

.