This Article is From Jan 30, 2019

গোয়েন্দা সংস্থা শুধু কেন্দ্রেরই নেই, আমাদের কাছেও কিন্তু সিআইডি আছে, হুঁশিয়ারি মমতার

আরও একধাপ এগিয়ে মমতা আজ বলেন, বিজেপি নেতারা আসলে অর্ধশিক্ষিত। ওঁরা আমার আঁকা ছবি নিয়ে যে দাবি করেছেন, তা যদি প্রমাণ করতে পারেন, তাহলে রাজনীতি ছেড়ে দেব।

Advertisement
Kolkata

বুধবার মমতা বলেন, তাঁর ছবি নিয়ে অমিত শাহ’র মন্তব্যটি ‘অবমাননাকর’

রঘুনাথপুর:

বীরভূমের রঘুনাথপুরে তাঁর মামারবাড়ি। সেখানেই একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন তিনি। তারপর একটি সরকারি সভা করেন। সেই সভা থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বিজেপিকে তীব্র আক্রমণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌজন্যের অভাব রয়েছে প্রধানমন্ত্রীর, বলেন তিনি। গতকাল পূর্ব মেদিনীপুরের কাঁথির সভাতে এসে বিজেপির জাতীয় সভাপতি অমিত শাহ বলেছিলেন, চিটফান্ড মালিকরাই কোটি কোটি টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কিনেছিলেন। তাঁর জবাবে বুধবার মমতা বলেন, তাঁর ছবি নিয়ে অমিত শাহ'র মন্তব্যটি ‘অবমাননাকর'। এর জন্য বিজেপির জাতীয় সভাপতিকে ক্ষমা চাইতে হবে।

শুধু তাই নয়, আরও একধাপ এগিয়ে মমতা আজ বলেন, বিজেপি নেতারা আসলে অর্ধশিক্ষিত। ওঁরা আমার আঁকা ছবি নিয়ে যে দাবি করেছেন, তা যদি প্রমাণ করতে পারেন, তাহলে রাজনীতি ছেড়ে দেব।

তিনি গেরুয়া শিবিরকে সতর্ক করে বলেন, বিজেপির যে সব নেতা ও কর্মীরা অবৈধ কাজকর্মে যুক্ত, সেই অবৈধ কাজগুলির বিরুদ্ধে তিনি যখনতখন তদন্ত শুরু করে দিতে পারেন।

Advertisement

উষ্মাপ্রকাশ করে মমতা বলেন, কী ভেবেছে বিজেপি! কেবলমাত্র ওদের কাছেই গোয়েন্দা সংস্থা আছে? মনে রাখবেন, আমাদের কাছেও কিন্তু একটা সিআইডি রয়েছে। আপনাদের মেয়াদের আর একমাস বাকি। তারপর কী হবে, গোটা দেশ বুঝতে পারছি। আমরা কিন্তু এখানে থাকছি।

Advertisement