কলকাতায় ঘরে বসেই পছন্দ মতো মাছ পেয়ে যাবেন মানুষ
হাইলাইটস
- কলকাতায় ঘরে বসেই পছন্দ মতো মাছ পেয়ে যাবেন মানুষ
- পছন্দসই মাছের অর্ডার করতে পারবেন ক্রেতারা
- এর জন্য অতিরিক্ত ২৫ টাকা নেওয়া হবে
কলকাতা: গোটা দেশজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। মৃতের সংখ্যাও বাড়ছে। ২১ দিনের লকডাউনে(Lockdown) রয়েছে গোটা দেশবাসী। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী দুজনেই জানিয়েছেন যে বাড়ির বাইরে অতি প্রয়োজন ছাড়া পা না রাখতে । যদিও প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা রয়েছে। ভিড় এড়িয়ে সেই সমস্ত দোকানে আপনি যেতেই পারেন। তবে কোথাও কোথাও বেশি দামে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হচ্ছে, মাছের দাম অনেকটাই বেশি।অভিযোগ আসছে বারে বারে। আবার অনেকেই একেবারেই বেরোচ্ছেন না।খাওয়ার সঙ্গে আপস করে হলেও এই ২১ দিনের লকডাউন মানছেন কড়া ভাবে। আবার যারা বাইরে বেরোতে পারছেন না শারীরিক কারণে বা বয়সের কারণে তাদের জন্যও ব্যবস্থা করছে সরকার। রাজ্যবাসীর বাড়ির দোরগোড়ায় ন্যায্যমূল্যে মাছ(Fish at home) পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্যের মৎস্য দফতর।
কলকাতায় ঘরে বসেই পছন্দ মতো মাছ(Fish) পেয়ে যাবেন মানুষ। গুগল প্লে স্টোর থেকে SFDC অ্যাপ ডাউনলোড করে পছন্দসই মাছের অর্ডার করতে পারবেন ক্রেতারা। আর অর্ডার করলেই নির্দিষ্ট ঠিকানায় মাছ কেটে, ধুয়ে পৌঁছে দেওয়া হবে, জানিয়েছে মৎস্য দফতর।এর জন্য অতিরিক্ত ২৫ টাকা নেওয়া হবে। তাছাড়া কলকাতায় মাছ বিক্রির চারটি মোবাইল ভ্যান ঘুরবে।সেখান থেকেও কিনতে পারবেন ক্রেতারা। কলকাতা ছাড়াও দিঘা, বর্ধমান, বোলপুর, দুর্গাপুরে সবমিলিয়ে এমন ২৫টি মাছ বিক্রির গাড়ি রাখছে মৎস্য দফতর।
মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, লকডাউনে কিছু বাজারে মাছের জোগানে সমস্যার খবর পেয়েছিলেন তিনি। কিলোতে একশো-দেড়শো টাকা দাম বেশি নিচ্ছিলেন কিছু ব্যবসায়ী।আর তাই দফতরের বিভিন্ন জেলার আধিকারিকদের বলা হয়েছে ফার্মগুলি থেকে সাধ্যমতো মাছের জোগান দিতে। ব্যবসায়ীরাও ন্যায্যমূল্য দিয়ে তা কিনতে পারবেন।যারা বাজারে পৌঁছোতে পারবেন না, মৎস্য দফতরের এই উদ্যোগ তাদের অনেকটাই সুবিধা করে দেবে, তা বলাই বাহুল্য।