Read in English
This Article is From Nov 29, 2019

‘‘আপনি মহিলা না হলে...’’ কেরলের বিচারককে হুমকি আইনজীবীদের

পুলিশে দায়ের করা অভিযোগে ওই ম্যাজিস্ট্রেট জানান, ‘‘আইনজীবীরা দরজা বন্ধ করে আমাকে বেরোতে নিষেধ করেন। হুমকি দিয়ে বলেন, দেখে নেব আপনি কী করে বেরোন।''

Advertisement
অল ইন্ডিয়া Written by , Edited by

অভিযুক্ত আইনজীবীরা বিচারককে মারধর করার হুমকি দেন রাজ্য সরকারের বাসের এক চালকের জামিন নামঞ্জুর করার পরে।

তিরুবনন্তপুরম:

বারো জন আইনজীবীর বিরুদ্ধে পুলিশ কেস দায়ের হল। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা এক অভিযুক্তের জামিনের আবেদন করার পর তা খারিজ হয়ে গেলে ম্যাজিস্ট্রেটকে হুমকি (Lawyers Allegedly Threatened Kerala Judge) দেন। ঘটনা কেরলের (Kerala)। ওই আইনজীবীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা চেম্বারের দরজা বন্ধ করে মহিলা ম্যাজিস্ট্রেটকে হুমকি দিতে থাকেন। বিচার বিভাগীয় প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট দীপা মোহন রাজ্যের রাজধানী তিরুবনন্তপুরমে দায়ের করা এফআইআরে জানিয়েছেন, অভিযুক্ত আইনজীবীরা বুধবার তাঁকে মারধর করার হুমকি দেন রাজ্য সরকারের বাসের এক চালকের জামিন নামঞ্জুর করার পরে। ওই বারো জন অভিযুক্তর মধ্যে রয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক।

এফআইআর থেকে জানা যাচ্ছে, ম্যাজিস্ট্রেটকে হুমকি দিয়ে বলা হয়, ‘‘আপনি একজন মহিলা, নাহলে আপনাকে আপনার চেম্বার থেকে টেনে বের করে মারধর করব।''

দেশ জুড়ে শোনা যাচ্ছে অভিনব চুরির ঘটনা! ব্যবসায়ীদের মাথায় হাত

Advertisement

পুলিশে দায়ের করা অভিযোগে ওই ম্যাজিস্ট্রেট আরও জানান, ‘‘আইনজীবীরা দরজা বন্ধ করে আমাকে বেরোতে নিষেধ করেন। তাঁরা হুমকি দিয়ে বলেন, দেখে নেব আপনি কী করে বেরোন।''

এফআইআরে আরও বলা হয়, ‘‘অভিযুক্তরা আশপাশের লোকজনকে আদালত চত্বর থেকে বের করে দেন এবং জানান, আদালত আজ থেকে বন্ধ থাকবে, যতক্ষণ না কোনও সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযুক্তরা সরকারি কর্মীকে বাধা দিয়েছেন তাঁর কাজ করতে।''

Advertisement

কেরল হাইকোর্টে বৃহস্পতিবার মামলাটি রুজু হয়েছে। কেরলের ‘জুডিশিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশন' আদালতের রেজিস্ট্রার জেনারেলকে লিখিত ভাবে জানায়, কীভাবে ওই ম্যাজিস্ট্রেটের সঙ্গে আইনজীবীরা ব্যবহার করেছেন।

তাতে জানানো হয়, ২৭ নভেম্বর ওই ঘটনা ঘটেছে। সেইদিনই আইনজীবীরা ওই ম্যাজিস্ট্রেটকে নিগ্রহ করেন।

Advertisement