This Article is From May 03, 2018

পথভ্রষ্ট কাশ্মীরি যুবকরা বুঝবে, শান্তিই একমাত্র পথ:সেনা প্রধান জেনারেল রাবত

শান্তিই একমাত্র রাস্তা. তাঁরা মতে কাশ্মীর সমস্যা সমাধানের একটাই পথ আছে আর তা হল শান্তি. উল্লেখযোগ্য যে, এই উপত্যকা গত তিন বছর ধরে আতঙ্কবাদের সম্মখীনতা করে চলেছে. তিনি বলেছেন, ''আশা করছি যে, কাশ্মীরের অবস্থা শুধরাবে

পথভ্রষ্ট কাশ্মীরি যুবকরা বুঝবে, শান্তিই একমাত্র পথ:সেনা প্রধান জেনারেল রাবত

जम्मू-कश्मीर लाइट इन्फैंटरी रेजीमेंट के एक कार्यक्रम में सेना प्रमुख जनरल बिपिन रावत

नई दिल्‍ली: নতুন দিল্লী: স্থলসেনা প্রধান জেনারেল বিপিন রাবত বলেছেন যে, কাশ্মীরের কিছু যুবক পথভ্রষ্ট হয়ে গেছে. তাদের কট্টরপন্থী করে তোলা হয়েছে. কিন্তু তারা শীঘ্রই বুঝতে পারবে যে, বন্দুকের নল কখনই কোনো সমস্যার সমাধান করতে পারে না. শান্তিই একমাত্র রাস্তা. তাঁরা মতে কাশ্মীর সমস্যা সমাধানের একটাই পথ আছে আর তা হল শান্তি. উল্লেখযোগ্য যে, এই উপত্যকা গত তিন বছর ধরে আতঙ্কবাদের সম্মখীনতা করে চলেছে. তিনি বলেছেন, ''আশা করছি যে, কাশ্মীরের অবস্থা শুধরাবে, কাশ্মীরের কিছু যুবক পথভ্রষ্ট হয়ে গেছে,তারা কট্টরপন্থী হয়ে গেছে, তারা মনে করছে যে, বন্দুকের বলে তারা নিজেদের লক্ষ্য প্রাপ্ত করবে.''       

রাবত আরও বলেছেন যে, ''তারা অচিরেই বুঝে যাবে যে, আতঙ্কবাদ বা সুরক্ষা বল কোনোটি দিয়েই লক্ষ্য প্রাপ্ত করা সম্ভব না. একসাথে হয়ে আমাদের শান্তির পথ খুঁজে বার করতে হবে, আর আমরা অবশ্যই তাতে সফল হব.'' তিনি বলেছেন, উপত্যকার একটা ছোট দল নিজেদের রাস্তা হারিয়ে ফেলেছে,কিন্তু সেখানকার বেশির ভাগ লোকই শান্তির পথ অবলম্বন করতে চায়.       

তাঁর মতে কাশ্মীরের অবস্থা বিগড়ে গেছে সেটা বলা ঠিক হবে না. পরিবেশ দূষিত হয়ে গেছে ঠিকই কিন্তু পরিস্থিতি বিগড়ে যায়নি. তাঁর মতে কাশ্মীরি বিশ্ববিদ্যালয় থেকেই কাশ্মীরিদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করতে হবে.

তিনি বলেছেন যে, কাশ্মীরকে পুনর্জীবিত করার জন্য আমাদের একসাথে  চলতে হবে. আর সেটা করা খুবই সহজ. আমাদের একসাথে কাজ করতে হবে, একসাথে আলোচনা করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে শান্তি স্থাপনের বিষয়টিকে সুনিশ্চিত করতে হবে. (ইনপুট ভাষা থেকে...)

(हेडलाइन के अलावा, इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है, यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
.