Zero Trailer: আইএমএক্স ওয়াডালায় আজ ট্রেলার প্রকাশ করবেন শাহরুখ
শাহরুখের জন্মদিন উদযাপন এখনো শেষ হয়নি। জিরো'র টিম ঘোষণা করেছে যে চলচ্চিত্রের ট্রেলার Zero Trailer আজই ইন্টারনেটে মুক্তি পাবে। বাউয়ার পৃথিবী (চলচ্চিত্রে শাহরুখের চরিত্র) যা আমরা কেবলমাত্র কয়েক ঝলকই দেখেছি তা প্রকাশ্যে আসবে আজ। আইএমএক্স ওয়াডালায় আজ বিকেলে ট্রেলার প্রকাশ করবেন শাহরুখ! (Zero Trailer) এই বিশেষ দিনটির জন্য জিরো টিমের পক্ষ থেকে সিনেমার তিনটি নতুন পোস্টার প্রকাশ করা হয়েছে, যেখানে ছবির প্রধান দুই অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মাকে দেখা যাচ্ছে। অভিনেতা আমির খান একদিন আগেই ট্রেলারটি দেখেছিলেন, তিনি বলেন, এটি " সত্যিই অসামান্য"! (Zero Trailer)
দেখুন ট্রেলার লঞ্চের লাইভ আপডেটস