हिंदी में पढ़ें
This Article is From Feb 29, 2020

টিকটকে ভাইরাল জোমাটো ডেলিভারি বয়, সংস্থার মুখ সোনু!

অনেকেই সোনুর সরলতার প্রশংসা করেছেন। তবে সবাই একবাক্যে সোনুর মাইনে বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। দিনে ৩৫০ টাকায় আজকের দিনে কী হয়!

Advertisement
অফবিট Posted by

জোমাটো ডেলিভারি বয় থেকে জোমাটোর মুখ!

Highlights

  • জোমাটো ডেলিভারি বয় সোনু
  • সোনুর ভিডিও ভাইরাল
  • জোমাটোর টুইটারে সোনুর ছবি
নয়া দিল্লি:

ফুড ডেলিভারি সংস্থা হিসেবে জোমাটোর (Zomato) নাম একডাকে সবাই চেনে। সেই সংস্থার ডেলিভারি বয় সোনুর ভিডিও (Sonu Video) ইন্টারনেটে এতটাই ভাইরাল যে তাঁর পরিচয়ে পরিচিত হচ্ছে সংস্থা।সংস্থার টুইটারের ডিপিতে জ্বলজ্বল করছে সোনুর হাসিমুখ। টিকটকে ইতিমধ্যেই তাঁর বেশ কয়েকটি ভিডিও ভাইরাল।নেটাগরিক দুনিয়ার নয়া সেনসেশনকে নিয়ে প্রচণ্ড মাতামাতি হচ্ছে। সোনুর মুখ সমেত সংস্থার টুইটারে এই মুহূর্তে ভিউয়ার্স সংখ্যা এক লাখের ওপর।

এবছর ফেব্রুয়ারিতে একদিন বেশি, লিপ ইয়ার উদযাপনে ডুডল

সোনুর প্রথম ভিডিও রেকর্ড করেছিলেন 'টিকটক' ব্যবহারকারী দানিশ আনসারী। দানিশ এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই তা সুপারহিট। সোনুর হাসি, সরল কথা ভালো লেগেছিল নেটিজেনদের। ফলে, সোশ্যালে সোনুর জনপ্রিয়তা তুঙ্গে।

দানিশের সঙ্গে কথোপকথনে ওই ভিডিওতেই সোনু জানিয়েছিলেন, রোজ ১২ ঘন্টা কাজের বদলে ফি-দিন ৩৫০ টাকা পান। যেদিন যে খাবার অর্ডার দেওয়ার পরেও লোকে নেন না, সেটা তাঁর বরাদ্দে জোটে। পয়সা, আর খাবার নিয়ে কোনও অভিযোগ নেই তাঁর সংস্থার বিরুদ্ধে। জীবনধারণের এই দুই প্রধান উপকরণ ঠিকমতো পান তিনি সংস্থার থেকে।

অনেকেই সোনুর সরলতার প্রশংসা করেছেন। তবে সবাই একবাক্যে সোনুর মাইনে বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। দিনে ৩৫০ টাকায় আজকের দিনে কী হয়!

Advertisement
Advertisement