অসমের বন্যায় প্রাণ গেল আরও একজনের। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১১। সরকারি মতে, ২৬ লক্ষেরও বেশি মানুষ বিপন্ন। অসমের ৩৩টি জেলার মধ্যে ২৫টিই ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে আরও খারাপ হচ্ছে। জাতীয় বিপর্যয় প্রতিরক্ষা বাহিনীর তরফে উদ্ধারকার্য চালানো হচ্ছে। তাদের তরফে নিচু এলাকায় বসবাসকারী মানুষদের ত্রাণ শিবিরে পৌঁছে দেওয়া হচ্ছে। কেন্দ্রের তরফে রাজ্য সরকারকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। ফুঁসছে বিশ্বের অন্যতম বৃহত্তম ব্রহ্মপুত্র নদ , অন্য ৫টি নদীর জলও বিপদসীমার উপর দিয়ে বইছে বলে জানা গেছে।