আসামে বিষমদে প্রাণ হারাল ১২০ জন চা-শ্রমিক

আসামে বিষাক্ত মদ খেয়ে মারা যাওয়া চা শ্রমিকদের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২০তে। প্রায় ৩০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তরপ্রদেশ ও উত্তরাখন্ডে অবৈধভাবে উত্পাদিত মদ খাওয়ার কারণে দুই সপ্তাহেরও কম সময়ে ১০০ জনের মৃত্যু ঘটেছে। এই দেশি মদটিকে স্থানীয়ভাবে হুচ বলা হয়। গোলাঘাট ও জোড়হাট জেলায় দুটি পৃথক ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে আসাম সরকার। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার পূর্বের গোলঘাটের একটি চা বাগানে মদ খাওয়ার পরে এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৭জনকে গ্রেফতার করা হয়েছে।

Related Videos