প্রাক্তন সিবিআই ডাইরেক্টর অলোক বর্মার বাড়ির সামনে থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করলেন তাঁর নিরাপত্তারক্ষীরা। সন্দেহ করা হচ্ছে যে এই দুই ব্যক্তি আলোক বর্মার উপর নজর রাখছিলেন। পুলিশ অলোক বর্মার বাড়ির ভেতরেই তাদের জিজ্ঞাসাবাদ করছে। সিবি আইয়ের দুই বড় অফিসারের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তাদের ছুটিতে পাঠানো ও অন্তর্বর্তীকালীন ডাইরেক্টর হিসেবে নাগেশ্বর রাওকে নিযুক্ত করার পাশাপাশি বেশ কিছু বদলি ঘটেছে সিবি আইয়ের অন্দরে। রাকেশ আস্থানার বিষয়ের তদন্তকারী অফিসারদের বদলি করে পাঠানো হয়েছে পোর্ট ব্লেয়ার ও নাগপুরে। মোট ১৩ জন আধিকারিকের বদলি হয়েছে।
রাফাল মামলার আজ সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিংহ, অরুণ শৌরী, এবং প্রশান্ত ভূষণ গতকাল লিখিতভাবে রাফাল চুক্তির তদন্তের দাবি করেছেন। এই মামলায় এফ আই আর দাখিল করে নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন তাঁরা।
মুম্বাইয়ের কাছে আরব সাগরের উপর তৈরি হতে চলা ছত্রপতি শিবাজীর মূর্তি তৈরির কাজ শুরু হওয়ার আগেই বিপত্তি। মূর্তি তৈরির কাজ শুরু করতে রওনা হওয়া নৌকাটি ডুবে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। প্রাণে বেঁচেছেন নৌকার অন্য ২২ জন যাত্রী। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই মূর্তির কাজ বন্ধ রয়েছে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার।২১০ জন ব্যক্তির সন্ধানে কেরালা পুলিশ একটি বিশেষ অপারেশন শুরু করেছে। পুলিশের দাবি, সবরীমালা মন্দির বিষয়ে যে বিবাদ চলছে তার মধ্যেই এরা আইন অবমাননা করেছেন। এদের বিরুদ্ধে লুক আউট বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
আমেরিকার নাগরিক তথা ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগীর হত্যা মামলায় সারা দেশ জুড়েই উত্তপ্ত পরিস্থিতি। এরই মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন খাশোগী হত্যার দায় সৌদি আরবেরই। ইস্তানবুলে সৌদি দূতাবাসের মধ্যেই হত্যা করা হয়েছে জামালকে। সৌদি রাষ্ট্রের শাসন ব্যবস্থার কঠোর সমালোচক ছিলেন জামাল।