ত্রিপুরা বাংলাদেশ সীমান্তে আটক ৩০ জন রোহিঙ্গা

শুক্রবার থেকে ত্রিপুরায় বাংলাদেশ সীমান্ত বরাবর নো- ম্যানস ল্যান্ডে আটকে রয়েছেন ত্রিশ জন রোহিঙ্গা মুসলিম। শরণার্থীদের আশ্রয়ের বিষয়ে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে দোষারোপের খেলা চলছে এখন। বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর কর্মকর্তারা জানান, সীমান্ত গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক ছয়জন পুরুষ, নয়জন নারী ও ১৬ জন শিশুকে আটক করা হয়েছে এবং আগরতলা থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে ত্রিপুরা জেলায় রায়েরমুরা সীমান্তের কাছে আটকে রয়েছে তাঁরা। বিজিবি’র দাবি, রোহিঙ্গারা ভারত থেকে এসেছেন, বিএসএফ সেই দাবি অস্বীকার করেছে। দু’পক্ষই শনিবার থেকে বার দু’য়েক বৈঠকে বসলেও এই সমস্যা সমাধানে কোনও পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে।