গুরগাঁওয়ে চারতলা বাড়ি ধ্বসে আটক আটজন

গুরগাঁওয়ের উল্লাস এলাকায় বৃহস্পতিবার সকালে একটি চার তলা ভবন ভেঙে পড়ায় প্রায় আট জন লোক আটক হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তবে তাদের উদ্ধার করার জন্য ইতিমধ্যে NDRF -এর দল ঘটনাস্থলে পৌঁছে গেছে। উদ্ধারকাজ এখনও চলছে। এনডিআরএফের তিনটি দল ওই জায়গা থেকে থেকে ধ্বংসাবশেষ সাফ করছে এবং আটকা পড়া মানুষদের বাঁচাতে সেই এলাকাটি চিহ্নিত করার চেষ্টা করছে। বাড়িটি ধসে পড়ার কারণ এখনও জানা যায়নি। জনপ্রিয় সাইবার হাব থেকে ১২ কিলোমিটার দূরে উল্লাসের ভবনে ভোর ৫ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। চতুর্থ তলা নির্মাণাধীন ছিল। উদ্ধারকর্মীরা বলেন, ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকা শ্রমিকরা হয়ত চতুর্থ তলাতেই কাজ করছিলেন। তাঁরা জানান, আশপাশের সেক্টরে কাজ করে এমন নিরাপত্তা রক্ষীসহ ২0 জন ভাড়াটে বাড়িটিতে বাস করেন।

Related Videos