সাধারণ করদাতাদের একজন সাংসদের সমান সম্পত্তি করতে প্রায় ৩৪৬ বছর সময় লেগে যাবে, একথা ভেবে হতাশ হওয়ার কোনো দরকার নেই। আসল কথা হল, ৩৪৬ বছর পরিশ্রম করার পর তবে গিয়ে আপনি ফলাফল পাবেন, এমন খাটাখাটনির দরকার কি? এমন কাজ করুন যার ফলাফল আপনি নিজের জীবিত দশাতেই দেখতে পাবেন। এই ধরনের রিপোর্ট পড়ে হতাশ হওয়ার কোনো প্রয়োজন নেই, আমাদের সাংসদরা সম্পত্তি ও আমদানির ব্যাপারে করদাতাদের থেকে অনেক এগিয়ে। ২০১৪ সালে এই সাংসদরা ২৯৯ বছর এগিয়ে ছিল। এখন তার সাথে আরও ৪৫ বছর যোগ করে দিন। তাতে কি এসে যায়? সাংসদদের সমান সম্পত্তি করতে ৩৪৬ বছর লাগানোর বদলে আপনি সংসদ হওয়ার চেষ্টা করুন। হয়তো সে ক্ষেত্রে আপনারও কিছু হতে পারে।