ভারতের প্রত্যার্পণ করা হল বুধবার পাকিস্তানের হাতে আটক হওয়া বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমান।সংবাদসংস্থা এএনআইয়ের রিপোর্ট অনুযায়ী, দুবার হস্তান্তরের সময় বদল করে পাকিস্তান।বিশেষ বিমানে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে আনতে চেয়েছিল নয়াদিল্লি, যদিও তাতে অনুমতি মেলে নি।অভিনন্দন বর্তমানকে শান্তির পদক্ষেপ হিসাবেই ফিরিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছে পাকিস্তান।
উইং কমান্ডর অভিনন্দন বর্তমানের (Abhinandan Varthaman) MiG 21 বুধবার সকালে পাকিস্তানের তরফ থেকে আসা হামলার জেরে ধ্বংস হয়ে যায়। তিনি গিয়ে পড়েন পাকিস্তানের মাটিতে। সেখান থেকেই তাকে পাকিস্তানী সেনারা আটক করে।
বৃহস্পতিবার ইমরান খনা ভারত সরকারের কাছে ফোন করে। কিন্তু ভারত সরকার তাকে সরাসরি জানিয়ে দিয়েছি যে, কোনো রকম শর্ত ছাড়াই দেশের হাতে তুলে দিতে হবে অভিনন্দনকে। ''এক্ষুনি সুরক্ষিত দেশে ফেরাতে হবে'' অভিনন্দনকে (Abhinandan Varthaman) , এমনি দাবি ছিল ভারতের তরফ থেকে। শেষমেশ গতকাল বাঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরলেন অভিনন্দন।