গঙ্গাবক্ষের নোংরা সাফাইয়ে তৎপর কুম্ভমেলা

কোটি কোটি মানুষ জড়ো হয়েছেন কুম্ভমেলায়। তাঁদের সকলের পুজো, ফুলের অর্ঘ্য, ছাই আর আবর্জনা গঙ্গায় মিশে দূষণ বাড়ছে হুহু করে। গঙ্গাকে পরিষ্কার করতে আর স্বচ্ছ জলের জোগান দিতে নানা পদক্ষেপ করেছে সরকার। রাষ্ট্রীয় গঙ্গা স্বচ্ছতা মিশনের আওতায় প্রয়াগরাজে অন্তত ৪০ টি নালার জল পরিশোধিত করা হচ্ছে। গঙ্গায় ফেলা ফুল, ছাই তুলতে ট্র্যাশ ক্লিনার্স ব্যবহৃত হচ্ছে। আধুনিক জল শোধন পদ্ধতি সহ দূষণ রোধে সবরকমের পদ্ধতিই ব্যবহৃত হচ্ছে।

Related Videos