অজিত ডোভাল থাকলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদেই

মন্ত্রিসভায় থাকছেন অজিত ডোভাল। আগামী পাঁচ বছরের জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে থাকবে তিনি। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ‘‘জাতীয় নিরাপত্তা ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে মন্ত্রিসভায় রাখা হচ্ছে।'' আগামী পাঁচ বছর তিনি আগের মতোই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে কাজ করবেন। গত সপ্তাহে নরেন্দ্র মোদী দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেন। পাশাপাশি তাঁর দীর্ঘদিনের সঙ্গী অমিত শাহ নতুন স্বরাষ্ট্র মন্ত্রী হন। এর আগের স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহকে প্রতিরক্ষা মন্ত্রী করা হয়। তখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল অজিত ডোভালকে নিয়ে।

Related Videos