অনেকেই বলেছিলেন বালাকোট আক্রমণের কারণেই মোদি সরকার ফের ক্ষমতায় আসবেন। কিন্তু ভোট পরবর্তী বিশ্লেষণ বলছে, বালাকোট আক্রমণ না হলেও মোদির জনপ্রিয়তা মোটেও কমত না। রাহুল গান্ধী বলেছেন, এই মতামত দেশের মানুষের। তাই নাগরিক হিসেবে সেই মত তিনিও সম্মান করেন। ২০১৪ সালে বিজেপি পেয়েছিল ২৮২, এবার তাঁরা পেয়েছেন ৩০১। মোদি বলেছেন, মহাভারতের যুদ্ধ শেষে কৃষ্ণকে জিজ্ঞাসা করা হয়, আপনি কোন পক্ষে ছিলেন। আজ এই ভোটের পরে, আমি মনে করি, জনতা কৃষ্ণের হয়ে উত্তর দিয়েছেন। কৃষ্ণ বলেছিলেন, কারও পক্ষে ছিলাম না, হস্তিনাপুরের পক্ষে ছিলাম। আজ ভারতীয়রা দেশের পক্ষে।